হোম > ছাপা সংস্করণ

নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে পথসভা

গৌরীপুর প্রতিনিধি

‘দাম কমাও-জান বাঁচাও, সাম্প্রদায়িকতা রুখো’ স্লোগানে গৌরীপুরে পথসভা করা হয়েছে। উপজেলার বোকাইনগর ইউনিয়নে নাওড়া ভোটের বাজারে গত রোববার বিকেলে এ পথসভার আয়োজন করা হয়। বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) উপজেলা শাখা কর্মসূচির ডাক দেয়।

উপজেলা শাখার সদস্য আব্দুল লতিবের সভাপতিত্বে ও এস এম শুভর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা কমিটির সদস্য সুশান্ত দেবনাথ খোকন, উপজেলা শাখার সাধারণ সম্পাদক হারুন আল বারি, রিয়াজুল হাসনাত, উদীচী উপজেলা শাখার সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান, উপজেলা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক আলী হোসেন প্রমুখ।

এ সময় বক্তারা অভিযোগ করেন, ‘লুটেরা ব্যবসায়ী সিন্ডিকেট একদিকে বাজার অন্যদিকে সরকার নিয়ন্ত্রণ করছে। একদিকে দ্রব্যমূল্য বাড়ছে অন্যদিকে সরকার লুটেরা মুনাফাখোর মজুতদারদের পাহারাদার হিসেবে সিন্ডিকেটকে রক্ষা করছে। জনগণের প্রতি বর্তমান সরকারের কোনো দায় নেই।’

বক্তারা আরও বলেন, করোনাকালে বেসরকারি চাকরিজীবীরা চাকরি হারিয়ে বেকার হয়েছে। সেই সময়ে সরকার এসব দিক বিবেচনায় না রেখে সুকৌশলে গত ৬ মাসে নিত্যপণ্যের দাম ৪০ শতাংশ বৃদ্ধি করা হয়েছে। বিভিন্ন প্রক্রিয়ায় সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করছে।’ এ সময় বিলম্বে চাল, ডাল, তেল, গ্যাসসহ নিত্যপণ্যের দাম কমানোর দাবি জানান তাঁরা।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ