হোম > ছাপা সংস্করণ

ভোট গণনার সময় মঞ্চে বিশৃঙ্খলা, ফলাফলে দেরি

বগুড়া প্রতিনিধি

প্রায় ২০ বছর পর গোপন ব্যালটের মাধ্যমে বগুড়া জেলা বিএনপির কমিটি নির্বাচনের ভোট গ্রহণ হয় গতকাল বুধবার। এদিন বেলা ৩টা থেকে ৬টা পর্যন্ত বগুড়া শহরের শহীদ টিটু মিলনায়তনে সম্মেলনস্থলে ১১টি বুথে ২ হাজার ২২২ জন ভোটার ভোট দেন। তবে হইচই আর বিশৃঙ্খলার কারণে নির্দিষ্ট সময়ে ফলাফল ঘোষণা করতে পারেনি সম্মেলন ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্যরা।

সম্মেলন ও নির্বাচন পরিচালনা কমিটি জানিয়েছে, সম্মেলনের প্রথম অধিবেশন শেষে দুপুর ২টা থেকে ৫টা পর্যন্ত ভোট গ্রহণের কথা থাকলেও ভোট গ্রহণ শুরু হয় এক ঘণ্টা দেরিতে। ভোট গ্রহণ শেষে সম্মেলন পরিচালনা কমিটির পক্ষ থেকে মাইকে ঘোষণা দেওয়া হয়, প্রার্থীদের উপস্থিতিতে ভোট গণনা করা হবে। অবশেষে পরিস্থিতি স্বাভাবিক রাত ৯টার দিকে হলে ভোট গণনা শুরু হয়।

কিন্তু ভোট গণনা শুরু হলে দেখা যায়, বিভিন্ন প্রার্থীদের সমর্থকেরা ঘোষণা উপেক্ষা করে ভোট গণনা মঞ্চে উঠে পড়েন। এতে দেখা দেয় বিশৃঙ্খলা। ফলে ভোট গণনা কার্যক্রম ব্যাহত হয়। কমিটির নেতারা বারবার মাইকে ঘোষণা দেওয়ার পরেও কর্মী-সমর্থকদের সামলাতে হিমশিম খেতে হয় প্রার্থীদের। একপর্যায়ে ফলাফল ঘোষণায় অনিশ্চয়তা দেখা দেওয়ার আশঙ্কা দেখা দিলে প্রার্থীরা নিজ উদ্যোগে তাদের কর্মীদের নিয়ন্ত্রণ করলে ভোট গণনা কার্যক্রম স্বাভাবিক হয়।
এ নির্বাচনে সভাপতি পদে ৩ জন, সাধারন সম্পাদক পদে ২ জন এবং সাংগঠনিক সম্পাদকের ৩ পদে ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন-২০২২ এর মিডিয়া উপকমিটির সদস্য কালাম আজাদ আজকের পত্রিকাকে বলেন, ‘রাত ৯টার পর শান্তিপূর্ণ পরিবেশে ভোট গণনা চলছে। তবে ফলাফল ঘোষণায় দেরি হবে।’ 

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ