সাতক্ষীরার দেবহাটা ও কালীগঞ্জ উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন উপলক্ষে যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে সাতক্ষীরা জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ূন কবির।
উল্লেখ্য ৩য় ধাপে আগামী ২৮ নভেম্বর সাতক্ষীরার দেবহাটার ৫টি ও কালীগঞ্জ উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
দেবহাটার কুলিয়া, পারুলিয়া, সখিপুর, নওয়াপাড়া, দেবহাটা সদরে ২৭ নভেম্বর মধ্যরাত ১২টা হতে ২৮ নভেম্বর মধ্যরাত ১২টা পর্যন্ত ট্রাক, পিকআপ, লঞ্চ, ইঞ্জিনচালিত সকল নৌযান, স্পিড বোট চলাচল বন্ধ থাকবে। এ ছাড়া ২৬ নভেম্বর মধ্যরাত ১২টা হতে ২৯ নভেম্বর মধ্যরাত ১২টা পর্যন্ত মোটরসাইকেল বন্ধ থাকবে। একই সঙ্গে কালীগঞ্জ উপজেলার কৃষ্ণনগর, বিষ্ণুপুর, চাম্পাফুল, দক্ষিণ শ্রীপুর, কুশুলিয়া, নলতা, তাড়ালি, ভাড়াশিমলা, মথুরেশপুর, ধলবাড়িয়া, রতনপুর, মৌতলা ইউনিয়নে ২৭ নভেম্বর মধ্যরাত ১২টা হতে ২৮ নভেম্বর মধ্যরাত ১২টা পর্যন্ত ট্রাক, পিকআপ, লঞ্চ, ইঞ্জিন চালিত সকল নৌযান, স্পিড বোট চলাচল বন্ধ থাকবে। এ ছাড়া ২৬ নভেম্বর মধ্যরাত ১২টা হতে ২৯ নভেম্বর মধ্যরাত ১২টা পর্যন্ত মোটরসাইকেল বন্ধ থাকবে।
উল্লেখ্য, রিটার্নিং অফিসারের অনুমতি সাপেক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থী, তাঁদের এজেন্ট, দেশি-বিদেশি পর্যবেক্ষণদের পরিচয়পত্র থাকতে হবে। তা ছাড়া নির্বাচনের সংবাদ সংগ্রহের কাজে নিয়োজিত দেশি-বিদেশি সাংবাদিকদের পরিচয়পত্র থাকতে হবে। নির্বাচনের কাজে কর্মকর্তা-কর্মচারী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য নির্বাচনের বৈধ পরিদর্শক, কতিপয় জরুরি কাজ (অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস, ডাক, টেলিযোগাযোগ ইত্যাদি) কার্যক্রমে ব্যবহারের জন্য উল্লেখিত যানবাহন চলাচলের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না।