হোম > ছাপা সংস্করণ

চার দিনে দেখা মিলল ২০০ পদ্মগোখরার

গাংনী (মেহেরপুর) প্রতিনিধি

মেহেরপুরের গাংনীতে চার দিনে অন্তত ২০০টি পদ্মগোখরা সাপের দেখা মিলেছে। এর মধ্যে দেড় শ সাপ জীবিত ধরা হয়েছে। স্থানীয়দের হাতে মারা পড়েছে অন্তত ৫০টি। গত শুক্রবার থেকে সোমবার পর্যন্ত উপজেলার চারটি গ্রামে এসব সাপের দেখা মেলে। 

স্থানীয়রা জানিয়েছেন, উপজেলার বিভিন্ন এলাকায় এখন সাপ-আতঙ্ক বিরাজ করছে। শুক্রবার উপজেলার ভরাট গ্রামের একটি বাড়িতে মা সাপসহ অন্তত ২২টি সাপ পাওয়া যায়। এর মধ্যে ১৩টি বাচ্চা মারা পড়ে। উপজেলার বিভিন্ন গ্রাম থেকে জীবিত সাপ ধরছেন সাপুড়ে। 
 ভরাট গ্রামের ইয়াছিন আলী বলেন, শুক্রবার আমার মাটির ঘরে কয়েকটা সাপের বাচ্চা দেখা যায়। এরপর ঘর খুঁড়তে খুঁড়তে মা সাপসহ ২২টি পদ্মগোখরো পাওয়া যায়। এর মধ্যে ১৩টি মেরে ফেলা হয়। 

উপজেলার বেতবাড়িয়া গ্রামের সাপুড়ে মো. রিয়াজুল ইসলাম বলেন, শুক্রবার থেকে সোমবার পর্যন্ত প্রায় ২০০ পদ্মগোখরো সাপের দেখা মেলে। এর মধ্যে প্রায় ৫০টি মেরে ফেলা হয়েছে। বাড়ির লোকজন মাটির ঘরে সাপ ঘোরাঘুরি করতে দেখে লোকজনকে সংবাদ দিলে তাঁরা এসে ঘর খুঁড়তে থাকেন। একে একে বেরিয়ে আসা মা সাপসহ ১৫০টি পদ্মগোখরো জীবিত ধরা হয়। 

গাংনী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুপ্রভা রানী জানান, সাপে দংশনের পর অধিকাংশ পরিবারের সদস্যরা রোগীকে কবিরাজের কাছে নিয়ে ঝাড়ফুঁক করে সময় নষ্ট করেন। ফলে সচেতনতার অভাবে সাপের ছোবলে রোগী মারা যান। সাপে দংশনের সঙ্গে সঙ্গে রোগীকে হাসপাতালে নিতে হবে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ