গাজীপুরের কালিয়াকৈরে আগুন লেগে দেড় শতাধিক কক্ষ পুড়ে ছাই হয়ে গেছে। গত সোমবার রাতে উপজেলার মৌচাক ইউনিয়নের তেলিরচালা এলাকায় দুইটি টিনশেড কলোনিতে এ ঘটনা ঘটে। এলপিজি সিলিন্ডারের বিস্ফোরণে এই আগুন লাগে বলে জানা গেছে।
স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সোমবার রাতে ওই এলাকার আলমের কলোনির ভাড়াটিয়া আলামিন মিয়ার ঘরে রান্না করার সময় এলপিজি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। এতে লাগা আগুন মুহূর্তে আশপাশের কক্ষে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
কলোনি মালিক আলমের ভাই সফিকুল ইসলাম বলেন, কালিয়াকৈর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম আজাদের কাছ থেকে জমি ভাড়া নিয়ে আমরা দুই ভাই দুইটি কলোনি তৈরি করে ভাড়া দিই। কিন্তু অগ্নিকাণ্ডে মালামালসহ আমাদের দুইটি কলোনি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে হয়ে গেছে।’
ফার্মেসির মালিক আফসার আলী বলেন, ‘আগুন যখন লাগে তখনো দোকান খোলা ছিল। আগুন এত দ্রুত ছড়িয়ে পড়ে যে বুঝে ওঠার আগেই ২ লাখ টাকার ওষুধ পুড়ে ছাই হয়ে গেছে।’
কালিয়াকৈর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ বলেন, ‘কলোনির সবাই বিভিন্ন জেলা থেকে এসে পোশাক কারখানার কাজ করেন। আগুনে তাদের সবকিছু পুড়ে গেছে। আমি ব্যক্তিগতভাবে ও উপজেলার পক্ষ থেকে গত রাতেই তাদের কিছু কম্বল ও বাচ্চাদের পোশাকের ব্যবস্থা করে দিয়েছি। অনেককেই নগদ অর্থ দেওয়া হয়েছে।’
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, ‘এলপিজি গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তদন্ত ছাড়া ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা যাচ্ছে না।’