উত্তর ইয়েমেনের সা’দা শহরে গত শুক্রবার বিমান হামলা চালিয়েছে সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট। এতে দেশটির সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণাকারী হুতিদের নিয়ন্ত্রিত একটি বন্দিশিবিরে অন্তত ৭০ জন নিহত হওয়ার অভিযোগ উঠেছে। জাতিসংঘ হামলার নিন্দা জানিয়েছে।
কিন্তু এ ধরনের অভিযোগ অস্বীকার করেছে সৌদি জোট।
গত সোমবার সংযুক্ত আরব আমিরাতে কয়েকটি ড্রোন হামলা চালায় হুতিরা। এর জবাবে মঙ্গলবার হুতি নিয়ন্ত্রিত ইয়েমেনের রাজধানী সানায় বিমান হামলা চালায় সৌদি জোট। ইরানি সহায়তাপুষ্ট হুতিদের বিরুদ্ধে ইয়েমেন সরকারকে সহায়তা দিতে ২০১৫ সালে সৌদি জোট গঠিত হয়, যাদের সিংহভাগ অস্ত্র আসে যুক্তরাষ্ট্র থেকে।