তিন বছর ধরে চাঁদপুরের ধনাগোদা নদীতে ডুবে আছে একটি ফেরি। মতলব সেতু নির্মাণের সময় ব্যবহার করা হয় এই ফেরি। এরপর তিন বছর ধরে অযত্ন-অবহেলায় সেতুর নিচে ডুবে আছে এই ফেরিসহ বিভিন্ন যন্ত্রাংশ।
জানা গেছে, তিন বছর আগে মতলব সেতু উদ্বোধন হলে ফেরিটি সেতুর নিচেই ফেলে রাখা হয়। এরপর থেকে চাঁদপুর সড়ক ও জনপথ বিভাগের অবহেলায় নষ্ট হচ্ছে সরকারের কোটি টাকার সম্পদ।
শ্যামল চন্দ্র নামের স্থানীয় এক বাসিন্দা জানান, সরকারের এত গুরুত্বপূর্ণ সম্পদ এভাবে পানির নিচে অযত্ন-অবহেলায় পড়ে থেকে নষ্ট হচ্ছে। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে পড়ছে না।
জেলা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আতাউর রহমানের বলেন, বিষয়টি যান্ত্রিক শাখার দায়িত্বে রয়েছে। ফেরিটি সরিয়ে নেওয়ার জন্য তাদের চিঠি দেওয়া হয়েছে।