হোম > ছাপা সংস্করণ

দুদিন পর সিলসহ এক বস্তা ব্যালট পেপার উদ্ধার

সিরাজগঞ্জ সংবাদদাতা

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হওয়ার দুদিন পর সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার একটি স্কুলের কক্ষ থেকে সিলসহ এক বস্তা ব্যালট পেপার উদ্ধার করেছে পুলিশ।

এ ঘটনায় পরাজিত এক ইউপি সদস্যের সমর্থকেরা মহাসড়ক অবরোধ করার পর সেখান থেকে ওই পরাজিত সদস্যসহ তিনজনকে আটক করা হয়েছে।

রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ইমরান হোসেন জানান, গোপন সংবাদ পেয়ে গতকাল শনিবার দুপুর ১২টার দিকে উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কোদলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি কক্ষ থেকে এক বস্তা ব্যালট পেপার উদ্ধার করে থানায় আনা হয়। এরপর পরাজিত সদস্য প্রার্থী শহিদুল ইসলামের সমর্থকেরা পুনরায় ভোট গণনার দাবিতে চান্দাইকোনা বাজার এলাকায় সিরাজগঞ্জ-বগুড়া মহাসড়ক অবরোধ করেন। আধা ঘণ্টার ব্যবধানে সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়। এরপর মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

ঘটনাস্থল থেকে পরাজিত সদস্য প্রার্থীসহ তিনজনকে আটক করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আগের একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। ওই মামলায় তাঁদের আদালতে পাঠানো হবে।

এ বিষয়ে রায়গঞ্জ উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা মো. কামরুজ্জামান জানান, গত বৃহস্পতিবার ভোটগ্রহণ শেষে সব পদের সিলমারা ও সাদা ব্যালটসহ সরঞ্জাম বস্তায় ভরা হয়েছিল। কিন্তু ফলাফল ঘোষণার পর ওই বস্তাটি ছিনতাই হয়। সেটিই উদ্ধার করেছে পুলিশ। ব্যালট ছিনতাইয়ের ঘটনায় ওই দিনই থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ