হোম > ছাপা সংস্করণ

‘নারী উন্নয়নে বাজেট বরাদ্দ বাড়াতে হবে’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

তিন সদস্যের একটি বাড়িতে গৃহপরিচারিকার কাজ করার কথা বলে পারভিনকে পাঠানো হয়েছিল সৌদি আরবে। সেখানে বিভীষিকাময় ১৪ দিন পার করে দেশে ফিরতে পেরেছেন তিনি। কল্যাণপুরের বাসিন্দা পারভিন বলেন, ‘আমারে কইছিল বাড়ির কাজ করতে হইব। দালালরে ধইরা ৪০ হাজার টাকা খরচ কইরা সৌদি আরবে গেছি। গিয়ে দেখি, সেই বাড়িতে মোট চৌদ্দজন সদস্য। অনেকগুলা বাচ্চা সেখানে। তারা সবাই আমারে ধইরা মারত। পরে আমার মালিকের শাশুড়ির বাড়িতে আমারে নিয়ে গেল, সে কইল আমারে রাখব না। তারা আমারে খাইতে দিত না। অনেক কষ্টে পুলিশের সঙ্গে যোগাযোগ করি।’ তাদের সাহায্যে দেশে ফিরতে পারেন তিনি।

গতকাল সোমবার সিরডাপ মিলনায়তনে আয়োজিত নারী অভিবাসী শ্রমিকদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় করণীয় বিষয়ক মতবিনিময় সভায় এভাবেই নিজের অভিজ্ঞতা তুলে ধরেন পারভিন। এপিডব্লিউএলডি, কর্মজীবী নারী, সবুজের অভিযান ফাউন্ডেশন ও ডব্লিউএআরবিই যৌথভাবে এ সভার আয়োজন করে।

নারীর কর্মের মর্যাদা সামাজিক, পারিবারিক ও রাষ্ট্রীয়ভাবে দিতে হবে উল্লেখ করে সভার সভাপতি ও কর্মজীবী নারীর প্রতিষ্ঠাতা সভাপতি শিরীন আখতার এমপি বলেন, একজন নারীর কর্মের যোগফল দিয়ে তাঁকে মূল্যায়ন করতে হবে। তাঁকে সেই মূল্যায়ন যদি আমরা দিতে পারি, তাহলে তিনি যেখানে যেভাবেই থাকুন না কেন একটা মর্যাদা পাবেন। নারী হিসেবে আমি কী কী সমস্যার সম্মুখীন হচ্ছি, তা সম্পর্কে সঠিক ধারণা না থাকলে যতভাবেই আমরা অধিকার চাই না কেন, সেই অধিকার আমরা পাব না।

অভিবাসী নারীদের ঋণগ্রস্ততার ক্ষেত্রে কার্যকরী পদক্ষেপ গ্রহণের দাবি জানান সাংসদ শিরীন আখতার। তিনি বলেন, বিশ্বে অভিবাসী শ্রমিক প্রেরণে বাংলাদেশের অবস্থান ষষ্ঠ। কিন্তু একজন নারী যখন বিদেশে যান, বা বিদেশ থেকে ফিরে আসতে হয়, তখন তাঁরা ঋণে আবদ্ধ হয়ে যান। এই ঋণগ্রস্ততা কমাতে আমাদের ব্যবস্থা নিতে হবে। নারী উন্নয়নে বাজেট বরাদ্দ বাড়াতে হবে।

সবুজের অভিযান ফাউন্ডেশনের একটি উপস্থাপনায় উঠে এসেছে, অনানুষ্ঠানিক নিয়োগ পদ্ধতির কারণে নারী অভিবাসীরা প্রায়ই বিদেশে প্রতারণা ও হয়রানির সম্মুখীন হন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিবাসন ও উন্নয়নবিষয়ক বাংলাদেশ সংসদীয় ককাসের নির্বাহী কমিটির সভাপতি শামীম হায়দার পাটোয়ারী, এহসান আদিলুর রহমান এমপি, কর্মজীবী নারীর নির্বাহী পরিচালক সানজিদা সুলতানা প্রমুখ।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ