মার্কিন ভিসা বাতিলের বিষয়ে কোনো কিছুই জানেন না বলে জানিয়েছেন সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদ। আজকের পত্রিকাকে তিনি বলেন, তাঁর ভিসা বাতিলের খবরটি ভিত্তিহীন এবং অসত্য।
আজিজ আহমেদ বর্তমানে সড়ক দুর্ঘটনায় আহত ছেলের চিকিৎসার জন্য বিদেশে আছেন। সেখান থেকে গতকাল বৃহস্পতিবার টেলিফোনে আজকের পত্রিকাকে বলেন, ‘মার্কিন ভিসা বাতিল নিয়ে আমাকে কেউ কোনো চিঠি, ই-মেইল বা ফোন করেনি। মোবাইলে কোনো বার্তাও পাঠায়নি। এ বিষয়ে এখন পর্যন্ত কোনো তথ্য আমি পাইনি। তাহলে কিসের ভিত্তিতে বলা হচ্ছে আমার ভিসা বাতিল হয়েছে?’
কয়েক দিন আগে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়, সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদের মার্কিন ভিসা বাতিল করা হয়েছে। আর এ ভিসা বাতিলের বিষয়টি একটি চিঠির মাধ্যমে তাঁকে জানিয়ে দেওয়া হয়েছে।
আজিজ আহমেদ বলেন, ‘কারও ভিসা বাতিল হলে অবশ্যই দূতাবাস তাঁকে সেটা জানিয়ে দেবে। কিন্তু আমি এ রকম কোনো মেইল, ফোন বা বার্তা
পাইনি।’ এটা সম্পূর্ণ মিথ্যা বলে তিনি দাবি করেন।
প্রসঙ্গত, গত ২৩ নভেম্বর মঙ্গলবার ভোরে রাজধানীর মহাখালী ফ্লাইওভারে সড়ক দুর্ঘটনার আহত হন আজিজ আহমেদের ছোট ছেলে ইশরাক আহমেদ স্বাধীন। সেই ছেলের চিকিৎসার জন্যই তিনি বিদেশে অবস্থান করছেন।
আজিজ আহমেদ ২০১৮ সালের ১৮ জুন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান হিসেবে নিয়োগ পান। ২০১২ থেকে ২০১৬ সাল পর্যন্ত বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক ছিলেন। এ বছরের ২৪ জুন তিনি সেনাপ্রধানের দায়িত্ব থেকে অবসরে যান।