হোম > ছাপা সংস্করণ

ই-কমার্স প্রতিষ্ঠান জেকা বাজার স্থায়ীভাবে বন্ধ

রাজবাড়ী প্রতিনিধি

ই-কমার্স প্রতিষ্ঠান জেকা বাজারের সব কার্যক্রম ও প্রতিষ্ঠানটি স্থায়ীভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। বৈধ কোনো কাগজপত্র দেখাতে না পারায় প্রতিষ্ঠানটি স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়। গত সোমবার বিকেলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শরীফুল ইসলাম শহরের পান্না চত্বরের নান্নু টাওয়ারে জেকা বাজারের সিলগালা কার্যালয়ের সব ভেজাল পণ্য জব্দ করেন। পরে তা পুড়িয়ে ধ্বংস করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শরীফুল ইসলাম বলেন, জেকা বাজার নামের একটি প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে এমএলএম ব্যবসা করে আসছিল। যা সম্পূর্ণভাবে অবৈধ। এ ছাড়া তারা এমএলএম ব্যবসার আড়ালে ভুয়া প্রসাধনী বিক্রি করে আসছিল। ওই সব পণ্যে বিএসটিআইয়ের কোনো অনুমোদন ছিল না। তাই প্রতিষ্ঠানটির সব কার্যক্রম স্থায়ীভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।

শরীফুল ইসলাম বলেন, জেকা বাজারের নামে কোনো ব্যবসা চালানো যাবে না। তাদের যেসব বৈধ মসলা, ফেব্রিকস ও ইলেকট্রনিক পণ্য আছে সেগুলোর মাধ্যমে ব্যবসা তারা করতে পারবে। পরবর্তীতে কোথাও যদি তারা আবার এমএলএম ব্যবসা করে তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে ২ নভেম্বর ভোক্তা অধিকার অভিযান চালিয়ে জেকা বাজারকে সিলগালা ও ভেজাল পণ্য বিক্রির দায়ে ২ লাখ টাকা জরিমানা করা হয়।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ