হোম > ছাপা সংস্করণ

মির্জাপুরে বিএনপির ‘পকেট কমিটি’ বাতিল চেয়ে বিক্ষোভ

মির্জাপুর প্রতিনিধি

মির্জাপুর উপজেলা বিএনপির সদ্য ঘোষিত কমিটিকে ‘পকেট কমিটি’ আখ্যা দিয়ে সেটি বাতিলের দাবিতে জানিয়েছেন সংগঠনটির একাংশের নেতা-কর্মীরা। গতকাল বুধবার সকালে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বিএনপি ও অঙ্গসংগঠনের একাংশের নেতা-কর্মীদের প্রচারপত্র বিতরণ ও বিক্ষোভ কর্মসূচি থেকে এ দাবি জানানো হয়। উপজেলার আজগানা ইউনিয়নের হাঁটুভাঙা বাজার ও বাঁশতৈল ইউনিয়নে এসব কর্মসূচি পালিত হয়।

কর্মসূচিতে নেতৃত্ব দেন বিএনপি নেতা ফিরোজ হায়দার খান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির নেতা পুলক, বাদল খান, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা, জেলা যুবদলের সদস্য সেতু হায়দার খান, শ্রমিক দলের আঞ্চলিক কমিটি নেতা আব্দুর রাজ্জাক সিদ্দিকী, উপজেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহিন সিকদার প্রমুখ।

দুই ইউনিয়নের পৃথক দুটি সমাবেশে বিএনপি নেতা ফিরোজ হায়দার খান তাঁর বক্তব্যে দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে সাধারণ মানুষের দুরবস্থার কথা তুলে ধরেন। তিনি বলেন, অবিলম্বে সরকারকে দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে আনতে হবে। এ ছাড়া তিনি উপজেলা বিএনপির ঘোষিত আহ্বায়ক কমিটি বাতিলের জন্য দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে দাবি জানান।

তিনি বলেন, দলের ত্যাগী নেতাদের বাদ দিয়ে একজন গৃহবধূকে মির্জাপুর উপজেলা বিএনপির আহ্বায়কের মতো গুরুত্বপূর্ণ পদে বসানো হয়েছে। এতে মির্জাপুর বিএনপি ক্ষতিগ্রস্ত হবে। তিনি দলের স্বার্থে ঘোষিত কমিটি বাতিলদের দাবি জানান।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ