সম্মেলন ও গোপন ভোটের মাধ্যমে আওয়ামী লীগের চট্টগ্রাম নগরের চান্দগাঁও ওয়ার্ডের ‘গ ইউনিটের’ কমিটি গঠিত হয়েছে। নতুন কমিটির সভাপতি হয়েছেন মো. ইদ্রিস লেদু ও সাধারণ সম্পাদক হয়েছেন হাসান খোকন। গতকাল মঙ্গলবার নগরীর খাজা রোডের রাবেয়া বশর ইনস্টিটিউট প্রাঙ্গণে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
গোপন ভোটের আগে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ বলেন, ‘১৯৭৫ সালের ১৫ আগস্ট বাঙালি জাতির একটি বিপজ্জনক ট্র্যাজেডি। এই ঘটনার পর আবার এ দেশে পাকিস্তান কায়েম হয়েছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে পুনরুদ্ধার করেছেন। তাঁর হাত ধরেই উন্নয়ন ও অগ্রগতির চূড়ায় পৌঁছে বাংলাদেশ। এখনো ষড়যন্ত্র হচ্ছে।’