হোম > ছাপা সংস্করণ

নবম ও দশম শ্রেণির বাংলা প্রথম পত্র

আতাউর রহমান সায়েম

প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের বাংলা প্রথম পত্র বিষয়ের সেলিনা হোসেন-এর মুক্তিযুদ্ধবিষয়ক উপন্যাস

কাকতাড়ুয়া’ থেকে জ্ঞানস্তরের প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব।

জ্ঞানস্তরের প্রশ্নোত্তর

১. দিনের আলো আর রাতের আঁধার কার কাছে দুটোই সমান?

উত্তর: দিনের আলো আর রাতের আঁধার বুধার কাছে দুটোই সমান।

২. কার কাছে পূর্ব-পশ্চিম, উত্তর-দক্ষিণ সব সমান?

উত্তর: বুধার কাছে পূর্ব-পশ্চিম, উত্তর-দক্ষিণ সব সমান।

৩. ‘কাকতাড়ুয়া’ উপন্যাসে পথ কাকে ডাকে?

উত্তর: ‘কাকতাড়ুয়া’ উপন্যাসে পথ বুধাকে ডাকে।

৪. ‘কাকতাড়ুয়া’ উপন্যাসে কাকে কেউ বুঝতে পারে না?

উত্তর: ‘কাকতাড়ুয়া’ উপন্যাসে বুধাকে কেউ বুঝতে পারে না।

৫. ‘কাকতাড়ুয়া’ উপন্যাসে দিনযাপনে কার কোনো কষ্ট নেই?

উত্তর: ‘কাকতাড়ুয়া’ উপন্যাসে দিনযাপনে বুধার কোনো কষ্ট নেই।

৬. অনেক রাতে ঘুম ভাঙলে বুধা মাথার ওপরে কী দেখতে পায়?

উত্তর: অনেক রাতে ঘুম ভাঙলে বুধা মাথার ওপরে তারা ভরা আকাশটা দেখতে পায়।

৭. ‘কাকতাড়ুয়া’ উপন্যাসে নেড়ি কুকুরটা কার গা চেটে দেয়?

উত্তর: ‘কাকতাড়ুয়া’ উপন্যাসে নেড়ি কুকুরটা বুধার গা চেটে দেয়।

৮. ‘কাকতাড়ুয়া’ উপন্যাসে চায়ের দোকানে কাজ করে দিলে বুধার কী জোটে?

উত্তর: ‘কাকতাড়ুয়া’ উপন্যাসে চায়ের দোকানে কাজ করে দিলে বুধার চা-বিস্কুট জোটে।

৯. বিয়েবাড়ি হলে বুধা পেটপুরে কী পায়?

উত্তর: বিয়েবাড়ি হলে বুধা পেটপুরে ভাত-মাংস পায়।

১০. ‘কাকতাড়ুয়া’ উপন্যাসে ছোটবেলায় কে ভূতের গল্প শোনেনি?

উত্তর: ‘কাকতাড়ুয়া’ উপন্যাসে ছোটবেলায় বুধা ভূতের গল্প শোনেনি।

১১. ‘কাকতাড়ুয়া’ উপন্যাসে বর্ণিত কে নিজের নিয়মে বড় হয়েছে?

উত্তর: ‘কাকতাড়ুয়া’ উপন্যাসে বর্ণিত নিজের নিয়মে বড় হয়েছে বুধা।

১২. বুধার মতে, যার ঘর নেই চারদিকে তার কী থাকে?

উত্তর: বুধার মতে, যার ঘর নেই চারদিকে তার সোনার ঘর থাকে।

১৩. ‘কাকতাড়ুয়া’ উপন্যাসে গান ভীষণ প্রিয় কার?

উত্তর: ‘কাকতাড়ুয়া’ উপন্যাসে গান ভীষণ প্রিয় বুধার।

১৪. বুধার কয়টি ভাইবোন ছিল?

উত্তর: বুধার চারটি ভাইবোন ছিল।

১৫. দুঃখকে বুধা কী ভাবে?

উত্তর: দুঃখকে বুধা শকুন ভাবে।

১৬. মোচড়াতে মোচড়াতে কার চোখের মণি স্থির হয়ে যায়?

উত্তর: মোচড়াতে মোচড়াতে বুধার বাবার চোখের মণি স্থির হয়ে যায়।

১৭. মৃত্যুর সময় তিনুর বয়স কত ছিল?

উত্তর: মৃত্যুর সময় তিনুর বয়স দেড় বছর ছিল।

১৮. বুধা কার গায়ে হাত দিয়ে শিউরে ওঠে?

উত্তর: বুধা তিনুর গায়ে হাত দিয়ে শিউরে ওঠে।

১৯. তিনু কার কাঁধে মাথা রেখে ঘুমিয়ে যেত?

উত্তর: তিনু বুধার কাঁধে মাথা রেখে ঘুমিয়ে যেত।

২০. কার হাসিতে মনে হতো বিলের জলে ঢেউ বয়ে যাচ্ছে?

উত্তর: বিনুর হাসিতে মনে হতো বিলের জলে ঢেউ বয়ে যাচ্ছে।

২১. ‘কাকতাড়ুয়া’ উপন্যাসে পাথরের চোখ মেলে বুধা কী দেখে?

উত্তর: ‘কাকতাড়ুয়া’ উপন্যাসে পাথরের চোখ মেলে বুধা মৃত্যু দেখে।

২২. ‘কাকতাড়ুয়া’ উপন্যাসে বর্ণিত গ্রামের অর্ধেক লোক উজাড় হয়ে যায় কিসে?

উত্তর: ‘কাকতাড়ুয়া’ উপন্যাসে বর্ণিত গ্রামের অর্ধেক লোক উজাড় হয়ে যায় কলেরার মহামারিতে।

২৩. কাকতাড়ুয়ার ভঙ্গিতে দাঁড়িয়ে থাকে কে?

উত্তর: কাকতাড়ুয়ার ভঙ্গিতে দাঁড়িয়ে থাকে বুধা।

২৪. বুধার কানের পাশ দিয়ে কী উড়ে যায়?

উত্তর: বুধার কানের পাশ দিয়ে বোলতা উড়ে যায়।

২৫. বুধাকে কামাই করতে বলে কে?

উত্তর: বুধাকে কামাই করতে বলে তার চাচি।

লেকক: আতাউর রহমান সায়েম

সিনিয়র সহকারী শিক্ষক

আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ মতিঝিল, ঢাকা।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ