হোম > ছাপা সংস্করণ

বিশ্বমঞ্চে সংগীতের ৬ তরুণ

এম এস রানা, ঢাকা

গানকে পেশা হিসেবে নিতে চাওয়ায় নানাজনের নেতিবাচক মন্তব্য শুনতে হয়েছে। হয়েছেন আশাহত। বাংলাদেশের সেই ছয় তরুণ এখন নজর কেড়েছেন সংগীতের বিশ্বমঞ্চে। তাঁদের নাম আয়ান আদিয়াত, আবির আহমেদ, শাহরিয়ার মৃদুল, আদ্রিত মাহির, আরাফাত হোসেন ও মোহাম্মাদ আরিয়ান বর্ণ অ্যানভিল।

নিউইয়র্ক টাইমসের সাংবাদিক ইয়ান উর্বিনার ‘দ্য আউট ল ওশান মিউজিক প্রজেক্ট’ নামের একটি প্রকল্পে বিশ্বের ৬০টি দেশের ৪০০ শিল্পীর তালিকায় নাম লিখিয়েছেন মৃদুল ও আয়ান আদিয়াত। ইতিমধ্যেই দুটি অ্যালবাম সফলভাবে সম্পন্ন করেছেন তাঁরা। তাঁদের সহযোগিতা করেছেন বাকি চারজন। ভাষাবিদ, দার্শনিক, বিজ্ঞানী নোয়াম চমস্কি ও সাংবাদিক উর্বিনার আরেকটি প্রকল্পে গান করছেন মৃদুল। তাঁর সঙ্গে সহযোগিতা করছেন মোহাম্মাদ আরিয়ান বর্ণ অ্যানভিল।

দীর্ঘ পাঁচ বছর সমুদ্রকেন্দ্রিক বিভিন্ন বেআইনি কাজ, অপরাধ নিয়ে অনুসন্ধান করেছেন পুলিৎজার পুরস্কার পাওয়া সাংবাদিক ইয়ান উর্বিনা। নিউইয়র্ক টাইমসে প্রকাশিত তাঁর প্রতিবেদনগুলো নিয়ে ২০১৯ সালে প্রকাশিত হয় ‘দ্য আউট ল ওশান’ নামের বই। মোট ১০টি ভাষায় প্রকাশিত হয় বইটি। সেই বই থেকে তৈরি হচ্ছে সংগীত। কয়েকজন সাংবাদিককে নিয়ে ইয়ান নিজে ‘দ্য আউট ল ওশান মিউজিক প্রজেক্ট’ নামের প্রকল্পটি শুরু করেন। এই প্রকল্পের অধীনে ৬০টি দেশের ৪০০ শিল্পী তৈরি করছেন ৪০০ মিউজিক অ্যালবাম। এরই মধ্যে ২০০টি অ্যালবাম প্রকাশিত হয়েছে। সংগীত প্রকল্পের প্রকাশিত সব অ্যালবাম পাওয়া যাবে theoutlawoceanmusic.com/albums ঠিকানার ওয়েবসাইটে।

শুধু তা-ই নয়, হলিউড অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিও পূর্ণদৈর্ঘ্য কাহিনিচিত্র ও প্রামাণ্যচিত্র সিরিজ তৈরির জন্য ইয়ান উর্বিনার বইটির স্বত্ব কিনে নিয়েছেন। অন্য দিকে ইয়ান উর্বিনা ও ‘দ্য আউট ল ওশান মিউজিক প্রজেক্ট’ নিয়ে অফিশিয়াল ডকুমেন্টারির কাজ শুরু করেছেন বাংলাদেশের এই তরুণেরা। পরিচালনায় থাকছেন আয়ান আদিয়াত, গল্প ও চিত্রনাট্যে থাকছেন ইয়ান উর্বিনা নিজেই।

ছয় তরুণের প্রত্যেকেই লেজার ওয়েব রেকর্ডস নামের একটি অডিও প্রতিষ্ঠান নিয়ে কাজ করছেন। তাঁদের সহযোগিতা করছেন আরাফাত হোসেন। ‘দ্য আউট ল ওশান’ ও নোয়াম চমস্কির এই প্রজেক্ট দুটি ছাড়াও নিজেদের একক গান নিয়ে কাজ করছেন তাঁরা। আয়ান তৈরি করছেন নিজের অ্যালবাম। অ্যালবামের প্রথম একক গান ‘নাইট ইজ ইয়াং’ প্রকাশিত হবে ফেব্রুয়ারিতে। পরিচালনায় ছিলেন আফনুর হিমু। অ্যানভিলও কাজ করছেন নিজের একক নিয়ে। ইতিমধ্যে নিজেদের গান প্রকাশ করেছেন অ্যানভিল ও আইকন। আইকনের ‘ব্যাড আইডিয়া’ গানটি স্পটিফাইয়ের অফিশিয়াল প্লে-লিস্ট বাংলা হিপহপ সেন্ট্রালে প্রচার হয়েছে।

অন্যদিকে, কিছুদিনের মধ্যে পর্তুগিজ মিউজিশিয়ান কাতদিয়াজের সঙ্গে যৌথভাবে একটি একক গান প্রকাশ করতে যাচ্ছেন আবির আহমেদ। এ ছাড়া ইয়ান উর্বিনার অফিশিয়াল ডকুমেন্টারির সাউন্ড ট্র্যাকের মিউজিক ডিরেক্টর হিসেবে কাজ করেছেন জাইন আল আলম।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ