হোম > ছাপা সংস্করণ

ধান আনা-নেওয়া নিয়ে সংঘর্ষে নিহত ১ উভয়পক্ষের নারী ও শিশুসহ আহত ৩০

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে জমি থেকে ধানের আঁটি আনা-নেওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় উভয়পক্ষের নারী ও শিশুসহ আহত হয়েছেন আরও ৩০ জন। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে বুড়িশ্বর ইউনিয়নের আশুরাইল গ্রামে অনিতপুরে এ ঘটনা ঘটে। নিহত মো. নায়েব উল্লাহ পাশের শ্রীঘর গ্রামের বাসিন্দা। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য হাসপাতাল চত্বর থেকে নূর আলম নামের একজনকে আটক করেছে পুলিশ।

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে আশুরাইল গ্রামের বাসিন্দা জালাল মিয়া হাওর থেকে ধান কেটে নৌকায় করে অনিতপুরের চরে আসেন। এ সময় শ্রীঘর গ্রামের জুনাইদ মিয়ার একটি ট্রাক চরে দাঁড়িয়ে থাকতে দেখে তিনি কাছে যান। এরপর ট্রাকে ধান বাড়িতে নিতে জুনাইদের সঙ্গে দর কষাকষি করেন তিনি। ৫০০ টাকায় ধান নিতে রাজি হন জুনাইদ। কিন্তু পাঁচ মিনিট পর জুনাইদ যাবেন না বলে জানিয়ে দেন। এ নিয়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে দুজনের মধ্যে হাতাহাতি হলে জুনাইদ আহত হন। তাঁদের মারামারির বিষয়টি দুই গ্রামে ছড়িয়ে পড়লে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ান। সংঘর্ষে শিশুসহ দুই পক্ষের অন্তত ৩০ জন আহত হন। এর মধ্যে জুনাইদের পক্ষের ১৩ জন এবং জালাল মিয়ার পক্ষের ১৭ জন আহত হয়েছেন। হাসপাতালে নেওয়ার পর শ্রীঘর গ্রামের মো. নায়েব উল্লাহ (৪০) নামের একজন মারা যান। তিনি জুনাইদের পক্ষের লোক ছিলেন।

শ্রীঘর গ্রামের আহতরা হলেন মারজিয়া, মোছা. ছালমা বেগম, আব্দুল করিম, মহসিন মিয়া, জুবাইদ মিয়া, এনামুল হক, মিয়ান মিয়া, আরজান মিয়া, মো. দিপু, দানা মিয়া, আরমান মিয়া, মহসিন মিয়া, শফিকুল মিয়া।

আশুরাইলের পক্ষের আহত যাদের নাম জানা গেছে তাঁরা হলেন, কাঙ্গাল মিয়া, নিজাম মিয়া, করিম মিয়া, সোহাগ মিয়া, শরীফ মিয়া, খেলু মিয়া, আজাজুল মিয়া ও আতিক মিয়া।

এ ঘটনায় এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এখন পর্যন্ত জিজ্ঞাসাবাদের জন্য নূর আলম নামের একজনকে আটক করা হয়েছে। নুর আলম আশুরইল গ্রামের বাসিন্দা। তিনি উপজেলার গুনিয়াউক উচ্চবিদ্যালয়ের শিক্ষক।

বুড়িশ্বর ইউপি চেয়ারম্যান মো. ইকবাল চৌধুরী বলেন, ‘দুই পক্ষের সংঘর্ষে খবর পেয়ে আমি ঘটনাস্থলে পুলিশ নিয়ে গিয়ে সংঘর্ষ থামাই। তবে একজন নিহত হওয়ার খবর পেয়েছি।’

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ সরকার বলেন, ‘হাওর থেকে ধানের আঁটি বাড়িতে নেওয়া নিয়ে দুই পক্ষের সংর্ঘষ হয়। আহত একজন নায়েব উল্লাহ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ নিয়ে এখনো পর্যন্ত কেউ থানায় মামলা করেনি।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ