হোম > ছাপা সংস্করণ

ঝিনাই নদীতে বালু উত্তোলন প্রতিবাদ করলে হুমকি

মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের মেলান্দহ উপজেলার চরপলিশা ঝিনাই নদী থেকে ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে বালু তোলার অভিযোগ পাওয়া গেছে। ফলে নদী-তীরবর্তী ফসলি জমি ভাঙনের মুখে পড়ছে।

বালু ব্যবসার সঙ্গে জড়িত ব্যক্তিরা প্রভাবশালী হওয়ায় স্থানীয় লোকজন তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ দিতেও সাহস পাচ্ছেন না। বালু উত্তোলন অব্যাহত থাকলে যে কোনো সময় ফসলি জমি ভাঙনের মুখে পরতে পারে বলে আশঙ্কা ভুক্তভোগীদের।

তবে উপজেলা প্রশাসন বলছে, বালু উত্তোলন বন্ধে ব্যবস্থা নেওয়া হবে।

সরেজমিন গিয়ে দেখা যায়, উপজেলার চরপলিশা ঝিনাই সেতুর পাশে ঝিনাই নদী থেকে অবৈধ ড্রেজার মেশিন বসিয়ে দীর্ঘদিন ধরে বালু উত্তোলন করছে জিয়া নামে এক ব্যক্তি। তিনি আওয়ামী লীগের নাম ভাঙিয়ে বালু উত্তোলন করছে বলে জানান স্থানীয়রা।

একাধিক ভুক্তভোগী অভিযোগ করেন, ‘নদী থেকে যেভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু তোলা হচ্ছে, এভাবে বালু তোলা অব্যাহত থাকলে জমি নদীতে ভেঙে যাবে। ক্ষমতার প্রভাব দেখিয়ে কিছু লোক বালু উত্তোলন করছে। কেউ প্রতিবাদ করতে গেলে তারা নানা হুমকি-ধমকি দেয়।

এলাকাবাসীর দাবি, অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করে দোষী ব্যক্তিদের আইনের আওতায় আনা হোক।

তা না হলে তাদের ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন কখনোই বন্ধ হবে না। বালু উত্তোলন বন্ধ না করলে ফসলি জমি নদীতে ভেঙে যাবে। বালু ব্যবসায়ী জিয়া বলেন, ‘প্রশাসনের সঙ্গে কথা বলে এখান থেকে বালু উত্তোলন করা হচ্ছে। আমাদের জমি থেকে বালু উত্তোলন করছি।

কাউকে কোনো কিছু বলতে হবে না। ড্রেজার দিয়ে বালু উত্তোলন করবই, পারলে ঠেকান। আওয়ামী লীগের নেতা পরিচয় দেওয়া জিয়া উপজেলার চরপলিশা গ্রামের টগু মন্ডলের ছেলে।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিরাজুল ইসলাম বলেন, এ বিষয়টি আমার জানা নেই। বালু উত্তোলন বন্ধ করার জন্য দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ