পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো. সাহাব উদ্দিন বলেছেন, ‘গাছ লাগানোর বিকল্প নেই। বেশি করে গাছ লাগাতে হবে। বন বিভাগের বেদখল হওয়া ভূমি উদ্ধার করা হবে। বনাঞ্চলের ১০ কিলোমিটারের মধ্যে কোনো করাতকল থাকতে পারবে না। বন অঞ্চলের সব করাতকল উচ্ছেদ করতে হবে।’
ভালুকা উপজেলার হবিরবাড়ীতে গতকাল শনিবার সকালে সহকারী বন সংরক্ষকের কার্যালয় ভালুকা জোনের নতুন ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।
এ সময় উপস্থিত ছিলেন সাংসদ কাজিম উদ্দিন আহাম্মেদ ধনু, বন সংরক্ষক কেন্দ্রীয় অঞ্চল ঢাকা আর এস এম মনিরুল ইসলাম, বিভাগীয় বন কর্মকর্তা এ কে রুহুল আমিন।