বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে গতকাল বুধবার ৬জন গুণী শিক্ষককে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল বুধবার সকালে নগরীর সিস্টার ডে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের বরিশাল মহানগর সভাপতি আয়শা পারভিন।
যাদেরকে সংবর্ধনা দেওয়া হয়েছে তাঁরা হলেন, মো. আবুল কাশেম খান, মোয়াজ্জেম হোসেন মানিক, শাহাবুদ্দিন সেলিম, মোবারক হোসেন, জীবন কৃষ্ণ দে ও সেলিনা আক্তার। একই সময়ে সংগঠনের কেন্দ্রীয় কমিটিতে নির্বাচিত বরিশাল বিভাগের নেতাদেরও সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কেন্দ্রীয় সভাপতি মো. আবুল কাশেম, সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহিন, সিনিয়র সহ সভাপতি জহিরুল ইসলাম, জাহান আরা পারভিন, যুগ্ম সম্পাদক জাহিদুজ্জামান গগন, হাসিমুল ফারুক ডলার, খায়রুন নাহার লিপি প্রমুখ।