নরসিংদীর শিবপুরের যোশর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে অনিয়মের অভিযোগ উঠেছে। তোফাজ্জল হোসেন নামে ওই ইউপিতে চেয়ারম্যান পদে পরাজিত এক স্বতন্ত্র প্রার্থী এই অভিযোগ করেছেন।
এর প্রেক্ষিতে নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশ স্থগিত রাখার আহ্বান জানিয়েছেন তিনি। এ ছাড়া গেজেট প্রকাশের আগে একটি কেন্দ্রে আবারও ভোট গণনা ও অন্য এক কেন্দ্রে নতুন করে ভোটগ্রহণের দাবি তাঁরা। গতকাল শনিবার দুপুরে নরসিংদী প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই দাবি করেন।
সংবাদ সম্মেলনে স্বতন্ত্র প্রার্থী ও সাবেক চেয়ারম্যান তোফাজ্জল হোসেন বলেন, ‘নির্বাচনী এজেন্টদের হিসাব মতে আমি ৯ হাজার ১৩৮ ভোট পেয়েছি। নৌকা প্রতীকের প্রার্থী পেয়েছেন ৫ হাজার ৭৮৯ ভোট। রাতে কারসাজি করে নৌকা প্রতীককে বিজয়ী দেখানো হয়েছে। ফলাফল শিটেও ঘষামাজা ও কাটাছেঁড়া করা হয়। শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের চাপ দিয়ে এসব অনিয়মের ঘটনা ঘটিয়েছেন।’
এ বিষয়ে শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কাবিরুল ইসলাম খান বলেন, ‘নির্বাচনের সময় সংশ্লিষ্ট সব কর্মকর্তা রিটার্নিং কর্মকর্তার আওতায় থাকেন। তাই তাঁদের ওপর প্রভাব বিস্তারের প্রশ্নই উঠে না।’
নরসিংদী জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মেছবাহ উদ্দিন বলেন, স্বতন্ত্র প্রার্থীর লিখিত অভিযোগ পেয়েছি। এটা নির্বাচন কমিশনে পাঠিয়েছি।