হোম > ছাপা সংস্করণ

রঙবাজারে পিয়ার ভিন্ন অভিজ্ঞতা

দেশের মডেলিং ও উপস্থাপনায় পরিচিত নাম পিয়া জান্নাতুল। ২০১২ সালে রেদোয়ান রনির ‘চোরাবালি’র পর কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন। সর্বশেষ এ বছর মুক্তি পেয়েছে পিয়া অভিনীত ‘ছিটমহল’। তবে এ সিনেমার শুটিং তিনি শেষ করেছিলেন ২০১৫ সালে। ছয় বছরের বেশি সময় পর আবারও সিনেমার শুটিংয়ের জন্য ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন পিয়া।

নতুন যে সিনেমায় তিনি অভিনয় করছেন, সেটির নাম ‘রঙবাজার’। বানাচ্ছেন রাশিদ পলাশ। এরই মধ্যে ৯ দিন শুটিংও করেছেন পিয়া। রাজবাড়ীর দৌলতদিয়া যৌনপল্লিতে কয়েক দিন আগে শেষ হয়েছে রঙবাজারের প্রথম লটের শুটিং। কী নিয়ে এ সিনেমার গল্প? নির্মাতা রাশিদ পলাশ বলেন, ‘যৌনকর্মীদের আবাসস্থল উচ্ছেদের গল্প এটি।

একসময় দেশের এবং এশিয়ার বৃহত্তম যৌনপল্লির মধ্যে অন্যতম ছিল নারায়ণগঞ্জের টানবাজার যৌনপল্লি। ১৯৯৯ সালে এটি উচ্ছেদ করা হয়। সেই যৌনপল্লির মানুষের গল্প নিয়ে আমাদের এই রঙবাজার। প্রধান চরিত্রে যাঁরা আছেন সবাই নারী।’

পিয়া জান্নাতুল ছাড়া ‘রঙবাজার’-এ আরও আছেন শম্পা রেজা, মৌসুমী হামিদ, নাজনীন চুমকি, তানজিকা আমিন প্রমুখ। তামজিদ অতুলের পরিকল্পনায় এ সিনেমার চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন গোলাম রাব্বানী। শুটিংয়ের অভিজ্ঞতা জানিয়ে পিয়া বলেন, ‘এ সিনেমায় কাজ করতে এসে নতুন এক জগৎ চিনেছি। এবারই প্রথম শুটিংয়ের জন্য দৌলতদিয়া যৌনপল্লিতে গিয়েছি। একেবারেই ভিন্ন এক অভিজ্ঞতা হলো। এখানকার মানুষকে খুব কাছ থেকে দেখে যে অনুভূতি হয়েছে তা ভাষায় প্রকাশের নয়। বাইরে থেকে অনেক কিছু শোনা যায়। কিন্তু বাস্তবে এসে দেখলাম সেসবের অনেক কিছুই মেলে না।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ