মঠবাড়িয়া শহরের নিরাপত্তা নিশ্চিত করতে শহরের গুরুত্বপূর্ণ স্থানে সিসি ক্যামেরা স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে পৌর কর্তৃপক্ষ। গত মঙ্গলবার সন্ধ্যায় পৌরসভা কার্যালয়ে অনুষ্ঠিত এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
পৌর মেয়র রফিউদ্দিন আহমেদ ফেরদৌসের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, মঠবাড়িয়া সরকারি কলেজের অধ্যক্ষ গোলাম মোস্তফা, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইব্রাহীম, সহকারী কমিশনার (ভূমি) শাখাওয়াত জামিল সৈকত, জেলা পরিষদের সদস্য আজীম উল হক, ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরুল ইসলাম বাদল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম মাতুব্বর প্রমুখ।
থানার ওসি নূরুল ইসলাম বাদল বলেন, ‘অপরাধীরা এখন অপরাধের ধরন পাল্টিয়েছে। ওই সকল অপরাধীদের শনাক্ত করতে আমরা সিসি ক্যামেরা ব্যবহার করব। এতে পৌর শহরে অপরাধ প্রবণতা কমবে।’
মেয়র রফিউদ্দিন আহমেদ ফেরদৌস বলেন, ‘সিসি ক্যামেরা নিয়ন্ত্রণাধীন এলাকায় সংঘটিত ঘটনা খুব সহজেই দেখতে পারবে পুলিশ। অচিরেই শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোয় সিসি ক্যামেরা স্থাপন করা হবে।’