দলীয় শৃঙ্খলা ও গঠনতন্ত্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে কক্সবাজারের চকরিয়ার একটি ইউনিয়নের চার নেতাকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। গত রোববার রাতে উপজেলার কোনাখালী ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সোলতান মাহমুদ টিপু ও সাধারণ সম্পাদক শামসুল আলম স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানা যায়।
একই অভিযোগে পেকুয়া উপজেলার উজানটিয়া ইউনিয়নের তিন নেতাকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়েছে। গত সোমবার রাতে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বশির আলম ও সাধারণ সম্পাদ আবুল কাশেম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
কোনাখালী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সোলতান মাহমুদ টিপু গতকাল মঙ্গলবার বলেন, আগামী ২৮ নভেম্বর ওই ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন। আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী জাফর আলম ছিদ্দিকীর পক্ষে কাজ না করে ওই নেতারা বিদ্রোহী প্রার্থীর পক্ষে কাজ করছেন। তাই তাঁদের দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
অব্যাহতি পাওয়া নেতারা হলেন ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, ১ নম্বর ওয়ার্ড কমিটির সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, ৪ নম্বর ওয়ার্ডের সভাপতি বদিউল আলম ও সাধারণ সম্পাদক নাজেম উদ্দিন।
পেকুয়ায় বহিষ্কৃতরা হলেন উজানটিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দিন, ৫ নম্বর ওয়ার্ড কমিটির সাধারণ সম্পাদক আবু তৈয়ব ও ৪ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক আশেক এলাহী।