২৮ নভেম্বর তৃতীয় ধাপে বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনের আগেই বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নে চতুর্থ ধাপে ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন নির্বাচন কমিশন।
আগামী ২৩ ডিসেম্বর চতুর্থ ধাপে চাঁদপাশা ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৫ নভেম্বর ও মনোনয়পত্র বাছাই ২৯ নভেম্বর। আর মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ ৬ ডিসেম্বর। এদিকে চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যেরা মনোনয়নপত্র কেনার পাশাপাশি ও জমাদান শুরু করেছেন।
গতকাল রোববার বিকেলে চাঁদপাশা ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সমাজ সেবক ও বাবুগঞ্জ ডিগ্রি কলেজের সাবেক গভর্নিং বডির সদস্য মো. কাওসার হোসেন বাবুগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. সাইফুল ইসলামের কাছে মনোনয়নপত্র দাখিল করেন।
একই দিনে চাঁদপাশা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সাধারণ সদস্য পদপ্রার্থী আব্দুল রাজ্জাক আকন মনোনয়নপত্র দাখিল করেছেন। চাঁদপাশা ইউনিয়নে ইভিএমের মাধ্যমে ভোট অনুষ্ঠিত হওয়ার ঘোষণা দেওয়ায় প্রার্থীর সংখ্যা বেশি হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।