কক্সবাজার সমুদ্র সৈকতের মেরিন ড্রাইভে ৫০ কিলোমিটার দৌড়াবেন প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন মৌলভীবাজার রানার্স ক্লাবের চারজন দৌড়বিদ। আজ শুক্রবার ভোর ৬টায় শুরু হবে এই দৌড় প্রতিযোগিতা। প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন ডা. সঞ্জীব মীতৈ, জাফর ইকবাল, স্বপন আহমেদ ও সৈয়দ রাফিউল ইসলাম।
ট্রাভেলার অফ বাংলাদেশের আয়োজনে দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ নেওয়ার জন্য সারা দেশ থেকে প্রায় ৩ হাজার প্রতিযোগী আবেদন করেন। বিভিন্ন ক্যাটাগরিতে যাচাই বাছাই শেষে ১৬৪ জন দৌড়বিদকে মূল প্রতিযোগিতার জন্য নির্বাচন করা হয়। এর মধ্যে মৌলভীবাজার থেকে চারজন প্রতিযোগী সুযোগ পেয়েছেন। ৫০,১০০ ও ১৬১ কিলোমিটার (১০০ মাইল) তিনটি ক্যাটাগরিতে দৌড় প্রতিযোগিতা হবে। মূলত বাছাই প্রক্রিয়ায় তালিকাভুক্ত করা হয় বিভিন্ন দক্ষতা দেখে। যাদের শারীরিক সক্ষমতা ভালো, যারা নিয়মিত দৌড়ান, একাধিক দৌড় প্রতিযোগিতায় অংশ নিয়েছেন ও পুরস্কার জিতেছেন।
অংশগ্রহণকারী ড. সঞ্জীব মীতৈ বলেন, ‘এই ধরনের প্রতিযোগিতায় সবাই সুযোগ পান না। সুযোগ পাওয়া স্বপ্নের মতো। আমরা চারজন সুযোগ পেয়ে আনন্দিত।
মৌলভীবাজার রানার্স ক্লাবের অ্যাডমিন ইমন আহমেদ বলেন, ‘কক্সবাজার মেরিন ড্রাইভ আলট্রা ম্যারাথনে দৌড়ানো সব দৌড়বিদদের কাছে স্বপ্ন। এই আয়োজনে দৌড়ানোর সুযোগ পাওয়া একটি বড় চ্যালেঞ্জ। আমাদের টিম থেকে যে চারজন সুযোগ পেয়েছেন তাঁরা অনেক অভিজ্ঞতা। আশা করি তাঁরা ভালো কিছু করতে পারবেন।’