হোম > ছাপা সংস্করণ

বিনা মূল্যে সবজি পাবেন দরিদ্ররা

হবিগঞ্জ প্রতিনিধি

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে অসহায় দুস্থ, বন্যায় ক্ষতিগ্রস্ত, কর্মহীন ও ছিন্নমূল মানুষের মধ্যে এবারও মাসব্যাপী বিনা মূল্যে খাদ্যসামগ্রী দিচ্ছে হবিগঞ্জ জেলা যুবলীগ।

গতকাল মঙ্গলবার দুপুরে শহরের টাউন হল রোড এলাকায় বিনা মূল্যের বাজার (নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী) বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. আবু জাহির।

হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মহিবুর রহমান মাহির সার্বিক ব্যবস্থাপনায় উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর চৌধুরী, জেলা যুবলীগ সভাপতি ও হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম, সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন চৌধুরী প্রমুখ।

গিয়ে দেখা গেছে, টাউন হলের সামনে বিনা মূল্যে আলু, বেগুন, পেঁপে ও ডুগিসহ বিভিন্ন ধরনের শাক-সবজি অসহায় লোকজনের হাতে হাতে তুলে দিচ্ছেন নেতারা। আর বিনা মূল্যে এসব নিত্য প্রয়োজনীয় সামগ্রী পেয়ে খুশি অসহায় মানুষ। খুশি মনে তাঁরা শাক-সবজি নিয়ে বাড়ি ফিরছেন।

উদ্যোক্তা জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মহিবুর রহমান মাহি বলেন, ‘গত বছরও আমি শোকের মাসে অসহায় এসব মানুষদের মধ্যে বিনা মূল্যে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ করেছিলাম। এবার তা শুরু করেছি। পর্যায়ক্রমে শাক সবজির পাশাপাশি ডিমসহ আরও পুষ্টিকর খাবার অসহায় এসব মানুষদের মধ্যে বিতরণ করব।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ