কিউলেক্স মশা নিয়ন্ত্রণে আজ সোমবার থেকে কার্যক্রম শুরু করছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। গতকাল রোববার এক সভায় মশক পরিস্থিতির সার্বিক অবস্থা পর্যালোচনা শেষে মেয়র শেখ ফজলে নূর তাপস এ নির্দেশনা দেন। এ সময় দক্ষিণ সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদ আহম্মদ, সচিব আকরামুজ্জামান, ভারপ্রাপ্ত প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফজলে শামসুল কবির উপস্থিত ছিলেন।
মেয়র বলেন, ‘সবার সহযোগিতা ও যৌথ কার্যক্রমের ফলে এডিস মশার লার্ভার উৎসস্থল ধ্বংস করা, ব্যাপকভাবে চিরুনি অভিযান পরিচালনা ও ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধির ফলে আমরা ডেঙ্গুর প্রকোপ নিয়ন্ত্রণে সক্ষম হয়েছি। বর্তমানে ডিএসসিসি এলাকায় ডেঙ্গু রোগী খুব কম চিহ্নিত হচ্ছে। কিন্তু সামনে শীত মৌসুম হওয়ায় ঢাকাবাসীকে কিউলেক্স মশা থেকে বাঁচাতে সোমবার থেকে কাজ শুরু করছি, পর্যাপ্ত কীটনাশক মজুত রয়েছে।’