হোম > ছাপা সংস্করণ

রাতে কেটে ফেলা হলো ২০০ কলাগাছ

মুলাদী প্রতিনিধি

মুলাদীতে দুই শতাধিক কলাগাছ কেটে ফেলার অভিযোগ পাওয়া গেছে। গত মঙ্গলবার রাতে উপজেলার বাটামারা ইউনিয়নের টুমচর গ্রামে শোয়েব চৌকিদারের ২০ শতাংশ জমির কলাগাছ কেটে ফেলা হয়। তাঁর সঙ্গে শত্রুতা করে কেউ এ কাজ করেছে বলে দাবি করেছেন শোয়েব চৌকিদার।

শোয়েব চৌকিদার জানান, টুমচর গ্রামে বাড়ি থেকে কিছুটা দূরে কলা বাগান করেছেন। প্রতিটি গাছেই কলা ধরেছে। সোমবার বাড়ি থেকে তিনি ঢাকায় যান। মঙ্গলবার রাতে অজ্ঞাত পরিচয় কিছু মানুষ বাগানে ঢুকে সবগুলো কলাগাছ কেটে ফেলেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে তাঁর। রাতেই প্রতিবেশী ও স্বজনরা মোবাইল ফোনে তাকে জানিয়েছেন।

টুমচর গ্রামের আবুল কালাম রাড়ী জানান, রাত ৯-১০টার দিকে কয়েকজন লোক শোয়েব মাস্টারের কলা বাগানে গাছ কাটছিল। অন্ধকারে কাউকে চেনা যায়নি। পরে তিনি শোয়েব মাস্টারের বাড়ির লোকজন ডাকতে যান। লোকজন আসার আগেই লোকগুলো গাছ কেটে পালিয়ে যায়।

বাটামারা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সালাহ উদ্দীন অশ্রু ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, স্থানীয় ইউপি সদস্য মজিবুর রহমান হাওলাদার ঘটনাস্থলে গিয়েছেন। বিষয়টি মুলাদী থানা-পুলিশকে অবহিত করা হয়েছে।

মুলাদী থানার ওসি এস এম মাকসুদুর রহমান জানান, ইউপি চেয়ারম্যান বিষয়টি অবহিত করেছেন। ক্ষতিগ্রস্তদের লিখিত অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ