সুন্দরবন থেকে মৃত একটি বাঘ উদ্ধার করেছে বন বিভাগ। গত রোববার সন্ধ্যায় পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের চুনকুড়ি রাজাখালী খালের পাশ থেকে এটি উদ্ধার করা হয়।
সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক এম এ হাসান জানান, রোববার বিকেলে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান কদমতলা স্টেশনের কর্মকর্তা-কর্মচারীরা। তাঁরা অর্ধগলিত অবস্থায় বাঘের মৃতদেহটি উদ্ধার করেন। বর্তমানে এটি স্থানীয় বনরক্ষীদের তত্ত্বাবধানে আছে। বাঘটির শিকার করার দাঁত দুটো ক্ষয়প্রাপ্ত হয়েছে। ধারণা করা হচ্ছে, পরিণত বয়সের কারণে এটি মারা গেছে। তবে ময়নাতদন্তের পর আরও বিস্তারিত জানা যাবে।