কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি
নোয়াখালীর কোম্পানীগঞ্জে স্থানীয় বিভিন্ন শ্রেণিপেশার মানুষদের নিয়ে দিনব্যাপী এক সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের সভাকক্ষে এই কর্মশালা হয়। স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) সহযোগিতায় কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ এই কর্মশালার আয়োজন করে।
কর্মশালায় নিরাপদ খাদ্য তৈরি ও পরিবেশন, ভোক্তা অধিকার সংরক্ষণ ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।
প্রশিক্ষণ দেন ইউএনও মো. জিয়াউল হক মীর, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ছামিউল ইসলাম।