শেরপুরের শ্রীবরদীতে এক শিশুর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। মায়ের সঙ্গে অভিমান করে সে আত্মহত্যা করেছে বলে অভিযোগ ওঠেছে। গত রবিবার বিকেলে উপজেলার কাড়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শাপলা (১১) কাড়াপাড়া গ্রামের ফালু মিয়ার মেয়ে। শাপলার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, শাপলা কাড়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। গত রোববার মাকে গাইড বই কিনে দেওয়ার বলে।
কিন্তু টাকা না থাকায় গাইড বই কিনে দিতে অস্বীকার করে তার মা। এতে অভিমান করে বাড়ির পাশে কাঁঠাল গাছের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে শাপলা।
শ্রীবরদী থানার এসআই নাজমুল বলেন, নিহতর মা থানায় অপমৃত্যু মামলা করেছেন।