বাইসাইকেল, মোটরবাইক বা গাড়ির পুরোনো টায়ার অনেক কাজে লাগানো যায়।
বসার বাড়তি ব্যবস্থা
বসার ঘর বা বারান্দার জন্য টায়ার দিয়েই করতে পারেন বসার বাড়তি ব্যবস্থা। এর জন্য পুরোনো টায়ার পরিষ্কার করে শুকিয়ে নিন। এনামেল রং দিয়ে টায়ার রং করে নিন। টায়ারের ভেতরের ফাঁকা গোল অংশের মাপে প্রয়োজনমতো পুরু ফোম কেটে নিন। সেই ফোমের আকার বুঝে কভার বানিয়ে নিন। আবার ফাঁকা অংশে ফোম বসিয়ে তার ওপর চার কোনা কাপড় বিছিয়ে গুঁজে দিতে পারেন চারপাশ।
আয়নার ফ্রেম
সাইকেলের টায়ার দিয়ে অনায়াসে বানিয়ে ফেলা সম্ভব আয়নার ফ্রেম। ছেলেদের ঘরের জন্য এ ধরনের আয়নার ফ্রেম জুতসই। টায়ার পরিষ্কার করে রং করিয়ে নিতে পারেন। টায়ারের ব্যাসার্ধ অনুযায়ী আয়না কেটে বসালেই হয়ে যাবে।
টব হিসেবে
গাড়ির টায়ারের নিচে উডেন বোর্ড লাগিয়ে নিন পেরেক দিয়ে। এবার এর ভেতরে মাটি দিয়ে পূর্ণ করুন। তাতে লাগিয়ে দিন পছন্দের গাছ। ফুলগাছ লাগালে টায়ারের রং করে নিতে পারেন ফুলের রঙের সঙ্গে মিলিয়ে।
সূত্র: ব্যাক ইয়ার্ডস বস