হোম > ছাপা সংস্করণ

বৈদ্যেরবাজারে স্বতন্ত্র দুই প্রার্থীর মধ্যে লড়াই

চতুর্থ ধাপে আগামী ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে এবারও স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে লড়াই হবে বলে জানিয়েছেন স্থানীয় ভোটার ও নির্বাচন বিশ্লেষকেরা।

জানা যায়, উপজেলার বৈদ্যেরবাজার ইউপি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান ডা. আব্দুর রউফ ও মাহবুব সরকার দুজনের মধ্যে বেশ হাড্ডাহাড্ডি লড়াই হবে। আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আল-আমিন সরকার যদি কোনো চমক দেখাতে না পারেন তবে গত নির্বাচনের মতো এবারও তাঁর ভরাডুবির আশঙ্কা আছে। সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগে অন্তর্দ্বন্দ্ব থাকায় নেতা–কর্মীরা এ বিষয়ে রয়েছেন নীরব ভূমিকায়।

এ দিকে বৈদ্যেরবাজার ইউপি নির্বাচনে হামছাদী, হামছাদী ধনপুর, বৈদ্যেরবাজার ও দামোদরদী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কারিমিয়া মাদ্রাসাসহ ৬টি কেন্দ্র অত্যন্ত ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছেন সাধারণ ভোটার ও স্বতন্ত্র প্রার্থীরা।

গত নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আল-আমিন সরকারের নৌকা প্রতীককে তৃতীয় অবস্থানে রেখে এবং মাহবুব সরকারের আনারস প্রতীককে মাত্র ২৯ ভোটে পরাজিত করে বৈদ্যেরবাজার ইউপিতে চেয়ারম্যান নির্বাচিত হন স্বতন্ত্র প্রার্থী ডা. আব্দুর রউফ।

আব্দুর রউফ বলেন, ‘আমি সব সময় মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। আগামী দিনেও জনগণের সেবায় নিজেকে নিয়োজিত করতে চাই।’

মাহবুব সরকার নির্বাচন নিয়ে বলেন, ‘ভোটারদের মধ্যে যে উচ্ছ্বাস দেখেছি, তাতে আমার জয় অপ্রতিরোধ্য।’

সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, ‘সোনারগাঁয়ে আমরা ইতিমধ্যে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন করে প্রমাণ করেছি নির্বাচন শান্তিপূর্ণ হবে। যারা পেশিশক্তি দেখানোর প্রস্তুতি নিচ্ছেন নির্বাচনে তাঁদের ছাড় দেওয়া হবে না।’

ভারপ্রাপ্ত ইউএনও গোলাম মুস্তাফা মুন্না জানিয়েছেন, ইতিমধ্যে তাঁরা ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো চিহ্নিত করেছেন। প্রশাসন কঠোর অবস্থানে থাকবে। প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত পরিমাণ আইনশৃঙ্খলা বাহিনী নিয়োজিত থাকবে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ