ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ইউনিভার্সিটি অব ব্রাহ্মণবাড়িয়ার (ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়) উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. ফারুক আহমেদ উল্লা খান। বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন ২০১০ অনুয়ায়ী যোগদানের তারিখ থেকে পরবর্তী ৪ বছরের জন্য এ নিয়োগ দেন রাষ্ট্রপতি। প্রফেসর ড. ফারুক আহমেদ উল্লা খান নভেম্বরের প্রথম সপ্তাহে ইউনিভার্সিটি অব ব্রাহ্মণবাড়িয়ায় যোগদান করবেন।