হোম > ছাপা সংস্করণ

মেয়রের বহিষ্কার দাবিতে বিক্ষোভ চলছেই

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

বঙ্গবন্ধুকে নিয়ে বিতর্কিত মন্তব্য করার অভিযোগে গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জাহাঙ্গীর আলমকে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদ থেকে বহিষ্কারের দাবি জানিয়ে বিক্ষোভ করেছে দলটির একাংশ। গতকাল শনিবার বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত টঙ্গীর বিভিন্ন স্থানে বিক্ষোভ ও প্রতিবাদ সভা করে তারা।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জেলার কয়েকজন নেতা সম্পর্কে গোপনে ধারণ করা মেয়র জাহাঙ্গীর আলমের মন্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হলে ফুসে ওঠে গাজীপুর মহানগর আওয়ামী লীগের নেতা-কর্মীদের একাংশ। ধারাবাহিক এ আন্দোলনের অংশ হিসেবে গতকাল বিকেলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কোথাও ঝাড়ু মিছিল, কোথাও বিক্ষোভ মিছিলসহ সড়কে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ করেন নেতা-কর্মীরা। এ সময় সড়কের উভয় পাশে দুই ঘণ্টাব্যাপী যান চলাচল বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়েন হাজারো মানুষ।

বিকেল ৪টা থেকেই ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী স্টেশন রোড, মিলগেট চেরাগ আলী, কলেজগেট ও হোসেন মার্কেট এলাকায় একত্র হতে থাকেন স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ আ.লীগের নেতা-কর্মীরা। পরে সন্ধ্যায় টঙ্গীর স্টেশন রোড, চেরাগ আলী, কলেজগেট ও হোসেন মার্কেট এলাকায় সড়ক অবরোধ করে টায়ারে আগুন দিয়ে ক্ষোভ প্রকাশ করেন তাঁরা।

গত এক সপ্তাহের এ আন্দোলনে এ সড়কে চলাচলকারী যাত্রীরা অতিষ্ঠ হয়ে উঠেছেন। একাধিক যাত্রী বলেন, আওয়ামী লীগের এ বিক্ষোভে তাঁরা ভোগান্তির শিকার হচ্ছেন। বিষয়টি সমাধান করা জরুরি।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার(অপরাধ দক্ষিণ) মো. ইলতুৎ মিশ বলেন, সড়কে পুলিশ ছিল। বিক্ষোভ শেষে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়ে আসে।

গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লাহ খান বলেন, কেন্দ্রীয় নেতাদের সিদ্ধান্তের অপেক্ষায় আছেন গাজীপুরের নেতা-কর্মীরা।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ