নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ শামীম ওসমান বলেছেন, ‘বাবার এবারের মৃত্যুবার্ষিকীটা আমাদের পরিবারের জন্য কষ্টের বেশি। কারণ, আপনারা জানেন কিছুদিন আগে কবরস্থানে শ্মশানের মাটি ফেলা হয়েছে। যাঁরা কবরে আছেন, তাঁদের কোনো ক্ষতি হয়নি। কিন্তু আমাদের বুকে রক্তক্ষরণ হয়েছে। আমরা তো সন্তান, কষ্ট তো অনুভূত হয়।’
গতকাল রোববার বিকেলে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় প্রয়াত এ কে এম শামসুজ্জোহার মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলের আগে সংক্ষিপ্ত বক্তব্যে শামীম ওসমান এসব কথা বলেন।
শামীম ওসমান বলেন, ‘আমরা তাঁদের উদ্দেশে শুধু বলেছিলাম, গোপনে হলেও যেন আল্লাহর কাছে মাফ চান। তাঁরা চাননি, আমি দোয়া করি আল্লাহ যেন তাঁদের মাফ করে দেন। আপনারা আমার পরিবারের জন্য দোয়া করবেন। আমরা যেন ন্যায়ের পক্ষে থাকতে পারি।’
শামীম ওসমান বলেন, ‘আজকের এই দিনে আমার আব্বা ও জালাল হাজি (সাবেক বিএনপি সাংসদ) ইন্তেকাল করেছিলেন। তাঁদের দুজনের জানাজা একসঙ্গে হয়েছিল। আপনাদের সবার কাছে ভিক্ষা চাই, আমার আব্বার জন্য দোয়া করবেন, যেন আল্লাহ তাঁকে বেহেশত নসিব করেন। আর আমি, আমার ভাই ও আমার পরিবার যদি কখনো কাউকে জেনে, না জেনে কষ্ট দিয়ে থাকি বা কেউ কষ্ট পেয়ে থাকেন, এমনকি যাঁরা আমার বিরোধী দল বা আমার দুশমনি করেন, তিনিও যদি আমার মাধ্যমে কষ্ট পেয়ে থাকেন, তাহলে আমি হাতজোড় করে ক্ষমা চাই। আপনারা আমাদের ক্ষমা করে দেবেন।’
শামীম ওসমান আগত সকলের উদ্দেশে বলেন, ‘আমি আপনাদের সবার জন্য দোয়া করি। দুনিয়াতে সবাই কোনো না কোনো মুশকিলের সম্মুখীন হন। আমরা দুনিয়াতে এসেছি পরীক্ষা দেওয়ার জন্য। সেই পরীক্ষায় যেন উত্তীর্ণ হতে পারি সবাই সেই দোয়া করব। কারণ কে কত দিন বাঁচব জানি না। এক করোনা শিখিয়ে দিয়ে গেছে আমরা কতটা দুর্বল।’