হোম > ছাপা সংস্করণ

আইনশৃঙ্খলা বাহিনী পরিচয়ে তুলে নেওয়ার অভিযোগ

ভোলা প্রতিনিধি

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পরিচয়ে ভোলার চরফ্যাশন থেকে এক মাদ্রাসা শিক্ষককে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে। তিন দিন আগে তুলে নেওয়া মো. ফয়েজ উল্লাহ (২৮) নামের ওই শিক্ষকের স্বজনেরা গতকাল শনিবার দুপুরে জেলা শহরের একটি পত্রিকা অফিসে সংবাদ সম্মেলন করে এই অভিযোগ করেন।

ফয়েজ উল্লাহর বাবা মো. মোসলেহ উদ্দিন ও মা হোসনেয়ারা বেগম লিখিত বক্তব্যে বলেন, ফয়েজ উল্লাহ চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানার পশ্চিম এওয়াজপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে বাড়ির কাছেই দুই বছর আগে রওজাতুল উলুম মডেল মাদ্রাসা নামের একটি নুরানি মাদ্রাসা প্রতিষ্ঠা করে পরিচালনা করছেন। গত বৃহস্পতিবার সকাল নয়টার দিকে মাদ্রাসার সামনে একটি মাইক্রোবাস ও একটি মোটরসাইকেলে অজ্ঞাতনামা ছয় থেকে সাতজন লোক এসে ফয়েজ উল্লাহকে খোঁজ করেন। তাঁদের সামনে এলে ফয়েজ উল্লাহকে জোরপূর্বক মাইক্রোবাসে তোলা হয়। এ সময় উপস্থিত লোকজন তাঁদের পরিচয় জানতে চাইলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য বলে জানান। পরে বিষয়টি শশীভূষণ থানায় জানালে পুলিশ বলে তাঁরা কিছুই জানেন না। লিখিত অভিযোগ দেন। লিখিত অভিযোগ দিলেও পুলিশ তা গ্রহণ করেনি। তবে ঘটনাস্থলে পুলিশ গিয়েছিল।

নিখোঁজ ফয়েজ উল্লাহর ভাই জাফর উল্লাহ জানান, তাঁরা অতিরিক্ত পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।

শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, বিষয়টি খতিয়ে দেখছেন। 

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ