হোম > ছাপা সংস্করণ

হৃৎপিণ্ডে ত্রুটি মানাফের

চারঘাট প্রতিনিধি

তিন মাস আগে স্বাস্থ্য খারাপ হতে থাকে ছোট্ট শিশু জুনাইদ ইবনে মানাফের। একটু হাঁটাহাঁটি করলেই শরীরে ক্লান্তি নেমে আসে। দরিদ্র মা-বাবা অবুঝ এ শিশুকে নিয়ে পড়েন বিপাকে।

এখন মানাফের বয়স ২ বছর ৮ মাস। জন্মগতভাবে হৃৎপিণ্ডের নানা জটিলতা রয়েছে তার।

মানাফের বাবা জামরুল ইসলাম পেশায় নৈশপ্রহরী। মা মৃধা খাতুন গৃহিণী। নৈশপ্রহরী হিসেবে জামরুল যা বেতন পান তা দিয়েই চলে সংসার। এ জন্য অর্থাভাবে সন্তানের উন্নত চিকিৎসা করাতে পারছেন না জামরুল-মৃধা দম্পতি। চারঘাট উপজেলার নিমপাড়া গ্রামে বাড়ির ভিটে ছাড়া আর কিছু নেই তাঁদের।

মানাফের বাবা জামরুল ইসলাম ডাক্তারের বরাত দিয়ে জানান, মানুষের হৃৎপিণ্ড বাম পাশে থাকলেও মানাফের রয়েছে ডান পাশে। সবার হৃৎপিণ্ড ভাল্ব ৪টি থাকলেও মানাফের রয়েছে ৩টি। চিকিৎসকেরা বলেছেন, সার্জারি ও উন্নত চিকিৎসার মাধ্যমে মানাফকে সুস্থ করে তোলা সম্ভব। তবে এ জন্য প্রয়োজন ৮-১০ লাখ টাকা।

শিশু মানাফের মা মৃধা খাতুন জানান, মাস তিনেক আগে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে মানাফ। এরপর তারা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ও মডেল হাসপাতালে চিকিৎসা করিয়েছেন। ডাক্তার স্বাস্থ্য পরীক্ষা-নিরীক্ষার পর হৃৎপিণ্ডে ত্রুটির কথা জানান।

বিশেষজ্ঞ ডা. শাহাদত হোসেন বলেন, ‘জন্ম থেকেই হার্টের এ সমস্যাকে আমরা কনজেনিটাল অ্যানোমালি বলে থাকি। সার্জারির মাধ্যমে শিশু মানাফকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা সম্ভব। তবে চিকিৎসাটা ব্যয়বহুল।’

সন্তানের চিকিৎসার খরচ জোগাতে সমাজের বিত্তবান ও দানশীল মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন মানাফের বাবা।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ