হোম > ছাপা সংস্করণ

নির্বাচনী ক্যাম্প নিয়ে সংঘর্ষে আহত ২

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি

মানিকগঞ্জের ঘিওরে নির্বাচনী সহিংসতায় আওয়ামী লীগের দুই নেতা আহত হয়েছেন। এ ছাড়া চেয়ারম্যান পদে এক স্বতন্ত্র প্রার্থীর বাড়িতে হামলার অভিযোগ উঠেছে। গত রোববার রাতে ও গতকাল দুপুরে উপজেলার পয়লা ইউনিয়নে এ দুই ঘটনা ঘটে।

খোঁজ নিয়ে জানা যায়, সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে পয়লা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে নৌকা প্রতীকের ক্যাম্পের সামনে অবস্থান করেছিলেন স্থানীয় আওয়ামী লীগ নেতারা। ইউনিয়ন যুবলীগ কার্যালয়ের পরিত্যক্ত ঘর ক্যাম্প হিসেবে ব্যবহার করা নিয়ে যুবলীগ নেতা ও সোহাগ বাবু ও রেজা মণ্ডলের সঙ্গে কথা-কাটাকাটি হয়। সোহাগ নৌকা প্রতীকের প্রার্থীর সমর্থক এবং রেজা স্বতন্ত্র প্রার্থীর সমর্থক।

নেতা-কর্মীদের কথা-কাটাকাটিতে সেখানে হট্টগোল বেধে যায়। এ সময় দোকানের ঝাপ পড়ে গিয়ে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল কুদ্দুস ও ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য মো. দুলাল আহত হন।

এদিকে, একই ইউনিয়নে গত রোববার দিবাগত গভীর রাতে আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী শফিক মৃধার বাড়িতে হামলার ঘটনা ঘটে। নৌকা প্রতীকের প্রার্থী হারুন অর রশিদের ভাই মামুন তাঁর সহযোগীদের নিয়ে এ হামলা করেন বলে অভিযোগ করেন শফিক। এ ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

স্বতন্ত্র প্রার্থী মো. শফিক মৃধা বলে, ‘গতরাতে (রোববার রাতে) আমার বাড়িতে ২০-৩০টি মোটরসাইকেল নিয়ে নৌকার স্লোগান দিতে দিতে হামলা করে। আমার বাবাকে অকথ্য ভাষায় গালাগালি করে চলে যায়।’

তবে নৌকার প্রার্থী মো. হারুন-অর-রশিদ বলেন, ‘পয়লা বাজারে আমার নৌকা মার্কার ক্যাম্পের সামনে এসে নির্বাচন নিয়ে কথা-কাটাকাটি হয়। এ সময় আনারসর মার্কার স্বতন্ত্র প্রার্থীর সমর্থিত সবজাল প্রধান, মান্না মিয়া, ইকবাল প্রধান, গোলাম মোস্তফা মিন্টু, শামিম মিয়া অতর্কিত হামলা করেন। এতে দুজন আওয়ামী লীগ নেতা আহত হন।’

ঘিওর থানার ওসি (তদন্ত) মহব্বত খান বলেন, ‘দুই পক্ষের কথাকাটাকাটির সময় লোকজনের ধাক্কাধাক্কিতে ক্যাম্পের দোকানের ঝাপের বাঁশ পড়ে গেলে দুজনের মাথায় আঘাত লাগে। এ বিষয়ে কোনো প্রার্থী অভিযোগ করেনি। অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়া হবে।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ