গতকাল সন্ধ্যা ৬টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আয়োজন করা হয় অভিনয়শিল্পী সংঘের নবনির্বাচিত কমিটির শপথ ও অভিষেক অনুষ্ঠান। নবনির্বাচিতদের শপথবাক্য পাঠ করিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার খায়রুল আলম সবুজ। এরপর নতুন কমিটির সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। শপথ গ্রহণের আগে মোমবাতি প্রজ্বলন করেন নবনির্বাচিতরা। পরে একুশে পদকপ্রাপ্ত দুই অভিনেতা আফজাল হোসেন ও মাসুম আজিজকে সংবর্ধনা প্রদান করা হয়। ২০২২-২৫ মেয়াদের অভিনয়শিল্পী সংঘের সভাপতি নির্বাচিত হয়েছেন আহসান হাবীব নাসিম এবং সাধারণ সম্পাদক হয়েছেন রওনক হাসান। শপথ গ্রহণ শেষে নির্বাচনে পরাজিত শিল্পীদেরও শুভেচ্ছা জানানো হয়।