হোম > ছাপা সংস্করণ

পৌর কাউন্সিলরসহ ৩১ জনের বিরুদ্ধে মামলা

শরীয়তপুর প্রতিনিধি

শরীয়তপুরের জাজিরা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি লিটন কবিরাজকে কুপিয়ে হাত ও পা বিচ্ছিন্ন করার ঘটনায় মামলা করা হয়েছে। লিটন কবিরাজের চাচাতো ভাই সিরাজ কবিরাজ বাদী হয়ে গত বৃহস্পতিবার রাতে জাজিরা থানায় মামলাটি করেছেন। মামলায় পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সেকান্দার হাকিদারকে প্রধান করে ৩১ ব্যক্তিকে আসামি করা হয়েছে।

জানা যায়, বুধবার রাত ৮টার দিকে জাজিরা পৌরসভার কবিরাজ কান্দি এলাকায় স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটন ব্যাপারীকে (৪৩) কুপিয়ে আহত করে দুর্বৃত্তরা। ধারালো অস্ত্রের আঘাতে তাঁর বাম হাতের কবজি, ডান হাতের তিনটি আঙুল ও ডান পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে যায়। আহত ওই যুবককে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।

জাজিরা থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বছর জাজিরা পৌরসভা নির্বাচন নিয়ে বিরোধে জড়ায় কাউন্সিলর সেকান্দার হাকিদার ও পৌরসভা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ কবিরাজ। এরই জেরে তিন মাস আগে সিরাজ সমর্থকেরা কাউন্সিলর সেকান্দারের ভাই তোফাজ্জল হাকিদারকে কুপিয়ে আহত করেন। আহত লিটন ও তার পরিবারের অভিযোগ, ওই ঘটনার প্রতিশোধ নিতে বুধবার লিটন কবিরাজের ওপর হামলা করা হয়।

জানতে চাইলে জাজিরা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড সদস্য সেকান্দার হাকিদার বলেন, ‘লিটনের ওপর কারা হামলা চালিয়েছে আমি জানি না।’

পৌরসভা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ কবিরাজ বলেন, ‘আমার ভাইকে নির্দয়ভাবে কুপিয়ে হাত-পা বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। কারা এই ঘটনা ঘটিয়েছে পুলিশ তা জানে। তাঁদের নাম উল্লেখ করে থানায় মামলা করেছি।’

জাজিরা থানার ওসি মাহাবুবুর রহমান বলেন, ‘লিটনের চাচাতো ভাই সিরাজ কবিরাজ বাদী হয়ে মামলা করেছেন। আসামিদের গ্রেপ্তারের অভিযান চালাচ্ছে পুলিশ।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ