কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রোশন আলীর একটি অডিও ক্লিপ সম্প্রতি ভাইরাল হয়। এটিকে কেন্দ্র করে রোশন আলীকে আওয়ামী লীগ থেকে বহিষ্কারের দাবিতে মেঘনা উপজেলায় প্রতিবাদ সভা হয়েছে। গতকাল রোববার উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল ও মুক্তিযোদ্ধা প্রজন্ম মুক্তিযোদ্ধা ভবনে এ সভা করে।
এতে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের ডেপুটি কমান্ডার সিরাজুল ইসলাম সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার কামাল উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মহসিন সোহাগ, মুক্তিযুদ্ধ প্রজন্মের পারভেজ হোসেন ফারুক প্রমুখ।
প্রতিবাদ সভায় উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার কামাল উদ্দিন বলেন, ‘আমরা বীর মুক্তিযোদ্ধা। আওয়ামী লীগ করি। আওয়ামী লীগকে ভালোবাসি। অথচ রোশন আলী বলেছেন, যারা আওয়ামী লীগ করে তারা নাকি রাজাকার। তাই আমি রোশন আলীর বহিষ্কার দাবি করছি।’
উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মহসিন সোহাগ বলেন, ‘কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রোশন আলীর যে অডিও রেকর্ড ফাঁস হয়েছে, সেখানে তিনি প্রধানমন্ত্রীকে ইঙ্গিত করে বলেছেন, টাকার বিনিময়ে নাকি আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া যায়। রোশন আলী পাকিস্তানের প্রেতাত্মা এবং বিএনপির দালাল হয়ে কাজ করছেন।’
ডেপুটি কমান্ডার মুক্তি ইসলাম বলেন, ‘বীর মুক্তিযোদ্ধাদের অপমান করেছেন। এরা দলের শত্রু। রোশন আলীকে দ্রুত বহিষ্কার করার অনুরোধ জানাচ্ছি।’