হোম > ছাপা সংস্করণ

শীতে বিপাকে পড়েছে মানুষ

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের চিলমারীতে শীত জেঁকে বসেছে। কয়েক দিনের মাঝারি শৈত্যপ্রবাহ আর ঘন কুয়াশায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের মানুষ ফুটপাতে শীতের কাপড় কেনার জন্য ভিড় করছেন।

উপজেলায় প্রতিদিন সকাল থেকে দুপুর পর্যন্ত কুয়াশা ঝরছে। এরপর সূর্যের দেখা মিললেও এতে আবার তাপমাত্রা খুবই কম। বিশেষ করে পাউবো বাঁধে ও চরাঞ্চলের লোকজন অর্থাভাবে শীতের কাপড় কিনতে না পেরে অতিকষ্টে দিনাতিপাত করছেন। খেটে খাওয়া মানুষ ঠান্ডা বেশি হওয়ার কারণে কাজে যেতে পারছেন না।

এদিকে কুয়াশার কারণে হাঁস-মুরগি বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে। বোরো ধানের বীজতলা লালচে বর্ণ হয়ে যাচ্ছে। বৃদ্ধ ও শিশুরা ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভিড় করছেন।

উপজেলার রমনা মডেল ইউনিয়নের পাউবো বাঁধে আশ্রিত আব্দুল মান্নান বলেন, ‘অর্থাভাবে গরম কাপড় কিনতে না পারায় পরিবার লোকজন নিয়ে অতিকষ্টে দিনাতিপাত করছি।

থানাহাট ইউনিয়নে থানাহাট বাজারের পুরান কাপড় বিক্রেতা রেজাউল করিম জানান, শীতের কারণে গরম কাপড় বেচা-কেনা বৃদ্ধি পেয়েছে। একই ইউনিয়নের গাবেরতল এলাকার ট্রাক্টর শ্রমিক মোকছেদ মিয়া বলেন, ‘পুরোনো কাপড় কিনে কোনোরকমে শীত নিবারণের চেষ্টা করছি।’

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. সিরাজুদ্দৌলা বলেন, ‘চিলমারী উপজেলায় এ পর্যন্ত ২ হাজার ৮১৫টি কম্বল মানুষের মাঝে বিতরণ করা হয়েছে।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ