ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ভেকু দিয়ে ফসলি জমি থেকে মাটি কেটে বিক্রির অভিযোগে মালেক শাহ নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
গত বৃহস্পতিবার বিকেলে উপজেলার ফান্দাউক ইউনিয়নে কাটুয়া খালে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মেহেদি হাসান খান শাওন। মালেক শাহ ফান্দাউক ইউনিয়নের আমির আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার ফান্দাউক ইউনিয়নের কাটুয়া খালের একটি অংশ থেকে মালেক শাহ একটি ভেকু মেশিন দিয়ে মাটি কেটে ইটভাটায় বিক্রি করছিলেন। এ ছাড়া একই এলাকায় ফসলি জমি থেকে ড্রেজার মেশিন দিয়ে আরেক ব্যক্তি ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করে জমি ভরাট করছিলেন বলেও জানা গেছে।
সহকারী কমিশনার (ভূমি) মেহেদি হাসান খান শাওন বলেন, এ বিষয়ে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাটি কাটার যন্ত্র ভেকুসহ মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সেই সঙ্গে ইঞ্জিনচালিত ৩টি ড্রেজার মেশিন আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। বালু উত্তোলনকারী পলাতক থাকায় তাঁকে আটক করা যায়নি।