হোম > ছাপা সংস্করণ

আইএমএফের শর্তে ইডিএফ কমিয়ে রিজার্ভ রক্ষার চেষ্টা

জয়নাল আবেদীন খান, ঢাকা

রিজার্ভের ওপর চাপ কমাতে রপ্তানি উন্নয়ন তহবিলের (ইডিএফ) আকার ছোট করা হচ্ছে। ইতিমধ্যে তহবিল থেকে তিন দফায় ১ দশমিক ৮ বিলিয়ন ডলার হ্রাস করা হয়েছে। যার ফলে বর্তমানে ইডিএফ তহবিলের পরিমাণ দাঁড়িয়েছে ৫ দশমিক ২ বিলিয়ন। যা গত ডিসেম্বরেও ছিল ৭ বিলিয়ন ডলার। মূলত আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ৪৭০ কোটি ডলারের ঋণের শর্ত পূরণের অংশ হিসেবে ইডিএফের আকার ছোট করা হয়েছে।

তবে বৈশ্বিক সংকট বিবেচনায় রপ্তানি খাতকে চাঙা রাখতে চলতি বছরের জানুয়ারিতে ১০ হাজার কোটি টাকার বিশেষ রপ্তানি সহায়ক তহবিল গঠন করে বাংলাদেশ ব্যাংক। কিন্তু বাড়তি সুদের কারণে তহবিল গঠনের তিন মাসেও ঋণসুবিধা নিতে আগ্রহ দেখাচ্ছেন না রপ্তানিকারকেরা। মূলত রপ্তানিকারকেরা ডলারের মাধ্যমে গঠিত ইডিএফ থেকে ঋণ নিতে বেশি আগ্রহী।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, বিশেষ রপ্তানি সহায়ক তহবিল থেকে কারা ঋণ নিতে পারবে, সে ব্যাপারে নির্দেশনা রয়েছে কেন্দ্রীয় ব্যাংকের। আর স্থানীয় রপ্তানিমুখী শিল্পপ্রতিষ্ঠানগুলোর কাঁচামাল আমদানি বা স্থানীয় পর্যায় থেকে সংগ্রহের বিপরীতে তহবিল থেকে অর্থায়ন করতে পারবে। সরাসরি ও প্রচ্ছন্ন রপ্তানিকারক ক্যাটাগরিতে উভয় ধরনের প্রতিষ্ঠানের জন্য এ তহবিল উন্মুক্ত থাকবে। তহবিলের অর্থ রপ্তানিকারকের ব্যাক টু ব্যাক ঋণপত্রের মাধ্যমে কাঁচামাল আমদানির জন্য ব্যবহার করা যাবে। ব্যাক টু ব্যাক ঋণপত্রের বিপরীতে স্থানীয় উৎপাদনকারী ও সরবরাহকারী কাঁচামাল আমদানির ক্ষেত্রে এ তহবিল থেকে ঋণ নিতে পারবেন। তবে এই তহবিল থেকে ঋণ নেওয়ার পর পণ্য রপ্তানির বিপরীতে রপ্তানিমূল্য অপ্রত্যাবাসিত থাকলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান নতুন করে ঋণ পাবে না। নতুন ঋণের জন্য আগের ব্যাক টু ব্যাক ঋণপত্রের বিপরীতে সৃষ্ট দায়ের ন্যূনতম ৫০ শতাংশ নগদে পরিশোধ করতে হবে।

নিট পোশাকশিল্প মালিকদের সংগঠন বিকেএমইএর নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, ‘ব্যাংকগুলো বিশেষ রপ্তানি সহায়ক তহবিল থেকে টাকা না দিয়ে তাদের নিজস্ব উৎস থেকে রপ্তানিকারকদের ঋণ দেওয়ার চেষ্টা করছে। ব্যাংকগুলোর নিজস্ব তহবিল থেকে দেওয়া ঋণের সুদহার বেশি। ব্যাংকগুলো যদি রপ্তানিকারকদের চাহিদা অনুযায়ী বিশেষ তহবিল থেকে ঋণ দেয়, তাহলে এর ব্যবহার কয়েক গুণ বাড়বে। অথচ ইডিএফের মতো এই তহবিল ব্যবহার হওয়ার কথা ছিল। কিন্তু সেটা করা হয়নি।’ 

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ