মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের পশ্চিম নওহাটা গ্রামে বিস্কুট চুরির অভিযোগ এনে চতুর্থ শ্রেণির এক স্কুলছাত্রকে দুই হাত বেঁধে মারধরের অভিযোগ উঠেছে। গতকাল সোমবার দুপুরে এ ঘটনা ঘটে।
হাসপাতাল, ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, পশ্চিম নওহাটা গ্রামের এবং তাতিবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ওই ছাত্র বাড়ির পাশে মান্নান খাঁর দোকান থেকে এক প্যাকেট বিস্কুট খায়। এতে মান্নান খাঁ রেগে তার হাত বাঁধেন। পরে দোকানের পাশেই তাঁর বাড়িতে নিয়ে লাঠি দিয়ে মারতে থাকেন। খবর পেয়ে ওই ছাত্রের মা এসে ছেলেকে হাত বাঁধা অবস্থায় মারধর করতে দেখেন।
দোকানদার মান্নান খাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁকে পাওয়া যায়নি। সদর হাসপাতালের স্বাস্থ্য কর্মকর্তা আবু সফর হাওলাদার বলেন, শিশুটির বাম বাহুতে আঘাতের চিহ্ন আছে।
মাদারীপুর সদর থানার ওসি মনোয়ার হোসেন চৌধুরী জানান, চুরির অপরাধে এক শিশুকে মারধরের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।