ময়মনসিংহ সিটি করপোরেশনের (মসিক) মেয়র ইকরামুল হক টিটু বলেছেন, ‘সকলকেই সেবার মানসিকতা নিয়ে কাজ করতে হবে। তাহলেই দেশের উন্নয়নের অগ্রগতি ধরে রাখা সম্ভব হবে।’ গতকাল শনিবার সকালে কমিউনিটি পুলিশিং সমাবেশ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘মুজিব বর্ষে পুলিশ নীতি জনসেবা, সম্প্রীতি’ প্রতিপাদ্যে পুলিশ লাইনসে এই সমাবেশের আয়োজন করা হয়।
মসিক মেয়র বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে বাংলাদেশের স্বপ্ন দেখে দেশকে স্বাধীন করেছিলেন, সেই স্বপ্ন বাস্তবায়নে সব শ্রেণি-পেশার মানুষকে সেবার মনমানসিকতা নিয়ে কাজ করতে হবে।’ সবাই যেন সততার সঙ্গে কাজ করে সেই আহ্বান করেন তিনি।
জেলা পুলিশের আয়োজনে পুলিশ সুপার মোহা. আহমার উজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন রেঞ্জ ডিআইজি ব্যারিস্টার মো. হারুন অর রশিদ। বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মো. শফিকুর রেজা বিশ্বাস, অতিরিক্ত রেঞ্জ ডিআইজি মো. শাহ আবিদ হোসেন, জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক, জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান প্রমুখ।