কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় রং মেশানো ৯০ কেজি অস্বাস্থ্যকর চিপস জব্দ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে পৌর এলাকায় স্বাস্থ্য পরিদর্শকের নিয়মিত বাজার তদারকির সময় এসব চিপস জব্দ করা হয়। পরে জনসম্মুখে একটি পুকুরে ফেলে অস্বাস্থ্যকর এসব চিপস ধ্বংস করা হয়েছে।
স্বাস্থ্য পরিদর্শকের কার্যালয় সূত্রে জানা গেছে, পবিত্র রমজান মাস উপলক্ষে নিয়মিত বাজার তদারকি করছেন উপজেলা স্বাস্থ্য পরিদর্শক। গতকাল বৃহস্পতিবার সকাল থেকে উপজেলার সুখিয়া বাজার ও পৌর বাজার পরিদর্শন করেন উপজেলা স্বাস্থ্য পরিদর্শক লুৎফুন নাহার। এ সময় বাজার পরিচালনা কমিটির সভাপতিসহ স্বাস্থ্য পরিদর্শকের কার্যালয়ের অন্যান্যরা উপস্থিত ছিলেন। তদারকির সময় পৌর এলাকার চারটি দোকান থেকে ৬ বস্তা রং মেশানো অস্বাস্থ্যকর চিপস জব্দ করা হয়। যার আনুমানিক ওজন প্রায় ৯০ কেজি। ভবিষ্যতে যেন এসব রং মেশানো চিপস আর না বিক্রি হয় সে জন্য দোকানদারকে সতর্ক করে দেওয়া হয়। পরে জনসম্মুখে একটি পুকুরে ফেলে এসব চিপস ধ্বংস করা হয়।
উপজেলা স্বাস্থ্য পরিদর্শক লুৎফুন নাহার বলেন, ‘রং মেশানো চিপস অস্বাস্থ্যকর এবং ক্যানসারের ঝুঁকি বাড়ায়। এসব চিপস বাজারজাত করা আইনত নিষিদ্ধ। দোকানদারদের সতর্ক করে দেওয়া হয়েছে, যেন এসব বাজারজাত না করেন।