লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার চামটাহাট এলাকায় চোরাচালান বিরোধী টাস্কফোর্স পরিচালনা করে ৩০টি ভারতীয় গরু জব্দ করা হয়েছে। গত মঙ্গলবার রাতে গরুগুলো জব্দ করা হয়।
জানা গেছে, উপজেলার চামটাহাট এলাকায় ৩০টি গরু ট্রাকে ওঠানোর সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল মান্নান, বিজিবি ও পুলিশের নেতৃত্বে চোরাচালান বিরোধী টাস্কফোর্স গরুগুলো জব্দ করে। এ সময় তাঁদের কাছে গরুগুলোর বৈধ কোনো কাগজ ছিল না।
জব্দকৃত গরুর মালিক এনামূল হক ও আব্দুল ওয়াব মিয়া দাবি করেন, তাঁরা কাস্টমস কর্তৃক নিলামের মাধ্যমে ক্রয়কৃত বৈধ গরু ট্রাকে তোলার সময় সেগুলো জব্দ করে টাস্কফোর্স। তাঁরা অভিযোগ করেন এ সময় তাঁদের কোনো কথা বলতে বা কোনো কাগজপত্র দেখানোর সুযোগ দেওয়া হয়নি।
এ বিষয়ে টাস্কফোর্স পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল মান্নান বলেন, টাস্কফোর্স পরিচালনার সময় তাঁরা বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেননি। যদি বৈধ কাগজপত্র দেখাতে পারেন তাহলে তাঁদের গরু ফেরত দেওয়া হবে।