তৃতীয় ধাপে ২৮ নভেম্বর সোনারগাঁ উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে। গত মঙ্গলবার ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। আর শেষ দিন পর্যন্ত চেয়ারম্যান পদে ৩৪ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এ ছাড়া সংরক্ষিত নারী সদস্য পদে ৬২ ও সাধারণ সদস্য পদে ২৬৮ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
সোনারগাঁ উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, তৃতীয় ধাপে উপজেলার ১০টি ইউপির মধ্যে ৮টিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। মামলা জটিলতার কারণে দুটি ইউপিতে নির্বাচন স্থগিত রয়েছে।
এ নির্বাচনে কাঁচপুর ইউপি চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন ৫ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ১১ ও সাধারণ সদস্য পদে ৫৫ জন তাঁদের মনোনয়নপত্র দাখিল করেছেন। পিরোজপুর ইউপি চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন ২ জন। সংরক্ষিত নারী সদস্য পদে ৭ ও সদস্য পদে ৪৬ জন মনোনয়নপত্র দাখিল করেন। সাদিপুর ইউপি চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন ৩ জন। সংরক্ষিত নারী সদস্য পদে ১১ ও সদস্য পদে ৩৬ জন মনোনয়নপত্র দাখিল করেন। জামপুর ইউপি চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন ৬ জন। সংরক্ষিত নারী সদস্য পদে ৯ ও সদস্য পদে ৪৫ জন মনোনয়নপত্র দাখিল করেন। নোয়াগাঁও ইউপি চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন ৬ জন। সংরক্ষিত নারী সদস্য পদে ১২ ও সদস্য পদে ৩১ জন। এ ছাড়া সনমান্দি ইউপি চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন ৩ জন। সংরক্ষিত নারী সদস্য পদে ১২ ও সদস্য পদে ৫৫ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। শম্ভুপুরা ইউপি চেয়ারম্যান পদে ৬ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ৮ ও সদস্য পদে ৩৮ জন এবং বারদী ইউপি চেয়ারম্যান পদে৩ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ১২ ও সদস্য পদে ৩৬ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।